×

শোক

সাংবাদিক লাবলুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী কাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০৭:৫৩ পিএম

সাংবাদিক লাবলুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী কাল

সাংবাদিক লাবলুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী কাল

ভোরের কাগজের সাবেক চিফ রিপোর্টার ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি সৈয়দ আখতারুজ্জামান সিদ্দিকী লাবলুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী কাল মঙ্গলবার। গত ২০১৯ সালের ৮ জুলাই রাতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 

আখতারুজ্জামান লাবলু দৈনিক কিষান পত্রিকায় কাজ করার মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। ২০০৪ সালে স্টাফ রিপোর্টার হিসেবে ভোরের কাগজে যোগ দেন। এরপর প্রধান অপরাধ বিষয়ক প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে ভোরের কাগজের প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব নেন।

মৃত্যুর আগ পর্যন্ত একই পদেই কাজ করে গেছেন তিনি। বহু গুণের অধিকারী আখতারুজ্জামান লাবলু স্বল্প সময়ে নিজেকে একজন সফল সাংবাদিকের পাশাপাশি দক্ষ সংগঠক হিসেবেও প্রতিষ্ঠিত করেছিলেন। অপরাধ বিষয়ক প্রতিবেদকদের সবচেয়ে বড় সংগঠন ক্র্যাব গঠনে তার ভূমিকা ছিল অন্যতম।

সংগঠনটির সভাপতি হিসেবে ৫ নির্বাচিত হয়ে সদস্যদের কল্যাণে কাজ করেন তিনি। সবাইকে কাঁদিয়ে ৫২ বছর বয়সে পৃথিবী থেকে চিরবিদায় নেয়া বরেণ্য এ সাংবাদিক দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন। সাংবাদিক লাবলুর ছোট ভাই বাংলা নিউজের সিনিয়র করেসপন্ডেন্ট আবাদুজ্জামান শিমুল বড় ভাইয়ের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনা করে পারিবারিকভাবে দোয়া করা হবে বলে জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলো হোস্টিং ডটকম

দেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলো হোস্টিং ডটকম

জানা গেলো পবিত্র রোজা শুরুর সম্ভাব্য তারিখ

জানা গেলো পবিত্র রোজা শুরুর সম্ভাব্য তারিখ

জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন

জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন

ইসলামী আন্দোলনের জন্য ৫০ আসন সমঝোতা

ইসলামী আন্দোলনের জন্য ৫০ আসন সমঝোতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App