×

জাতীয়

পাঠ্যবইয়ে ঠাঁই পেলেন র‍্যাপার হান্নান ও সেজান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১২:১৭ পিএম

পাঠ্যবইয়ে ঠাঁই পেলেন র‍্যাপার হান্নান ও সেজান

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেশের মূলধারার সংগীতশিল্পীরা যখন চুপ, তখন আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য জ্বালাময়ী গানে আগুন ঝরিয়ে দিয়েছিলেন দুই তরুণ র‍্যাপার হান্নান হোসাইন শিমুল ও মোহাম্মদ সেজান। জুলাই আন্দোলনে ভূমিকা রাখা সেই কণ্ঠযোদ্ধারা এবার ঠাঁই করে নিয়েছেন পাঠ্যবইয়েও।

র‍্যাপার হান্নান ও সেজানের যে দুটি গান ছাত্র-জনতার আন্দোলনকে বেগবান করতে ব্যাপক ভূমিকা রাখে, তা হলো হান্নানের ‘আওয়াজ উডা’ এবং সেজানের ‘কথা ক’।

সম্প্রতি পাঠ্যবইয়ে হান্নান-শিমুলের অন্তর্ভুক্তির বিষয়টি সংবাদমাধ্যমে উঠে আসে। এরপর চলতি বছরের জাতীয় শিক্ষাক্রমের সপ্তম শ্রেণির পাঠ্যবই - ‘ইংলিশ ফর টুডে’ তে দেখা যায়, সেখানে ‘নতুন প্রজন্ম’ অধ্যায়ের ‘জেনজি বিপ্লব’ শিরোনামে উঠে এসেছে  র‍্যাপার হান্নান ও সেজানের নাম। বইয়ের ৩০ নম্বর পাতার সেই অনুচ্ছেদের তাদের সম্পর্কে লেখা হয়েছে, “আপনি কি সেজানের ‘কথা ক’ গানটি শুনেছেন? আগের প্রজন্মের শিল্পীরা গানকে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করতে ভয় পেলেও সেজান ও হান্নানের মতো শিল্পীরা সে সাহস দেখিয়েছেন।”

অনুচ্ছেদে আরো উল্লেখ করা হয়েছে, ‘তাদের র‌্যাপ গানগুলো ২০২৪ সালের জুলাই বিদ্রোহের সংগীতে পরিণত হয়েছিল। নতুন প্রজন্ম আর ভয় পায় না; তারা সাহসী এবং ব্যতিক্রম।’

প্রসঙ্গত, নারায়ণগঞ্জের তরুণ র‌্যাপার হান্নানের ‘আওয়াজ উডা’ গানটি প্রকাশের মাত্র এক সপ্তাহ পরেই ২৫ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়। ১২ দিন কারাবাস শেষে শেখ হাসিনার পতনের পর তিনি মুক্তি পান। এছাড়া ১৬ জুলাই প্রকাশের পরপরই সেজানের ‘কথা ক’ গানটিও জুলাই বিদ্রোহের অন্যতম অংশ হয়ে ওঠে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বৃষ্টিহীন রাজধানীতে আজও শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা অপরিবর্তিত

বৃষ্টিহীন রাজধানীতে আজও শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা অপরিবর্তিত

বাণিজ্য চুক্তির ফ্রেমওয়ার্কে একমত যুক্তরাষ্ট্র–চীন

বাণিজ্য চুক্তির ফ্রেমওয়ার্কে একমত যুক্তরাষ্ট্র–চীন

পুরো রুটে মেট্রোরেল চলা শুরু

পুরো রুটে মেট্রোরেল চলা শুরু

নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি

ইসি সচিব নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App