×

জাতীয়

নির্বাচন নিয়ে চাপ দিলে দায়িত্ব ছাড়বেন সিইসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪২ পিএম

নির্বাচন নিয়ে চাপ দিলে দায়িত্ব ছাড়বেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত

সরকার যদি নির্বাচন নিয়ে চাপ প্রয়োগ করে তবে দায়িত্বে থাকবেন না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, চাপ দিলে আমি পদত্যাগ করব, চেয়ারে বসে থাকব না।

শনিবার (২৩ আগস্ট) সকালে রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

সিইসি নাসির উদ্দিন বলেন, ভোটের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। যারা ভোটকেন্দ্র দখল বা অস্ত্রবাজির মাধ্যমে জেতার চেষ্টা করবেন তাদের জন্য খারাপ খবর অপেক্ষা করছে। তিনি সতর্ক করে বলেন, ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে।

নাসির উদ্দিন বলেন, নির্বাচন হবে কি হবে না তা নিয়ে কোনো রাজনৈতিক দলের বক্তব্যে কমিশন যেতে চায় না। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ীই তারা কাজ করছে। প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকেই নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। আগামী ফেব্রুয়ারির রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে।

নির্বাচন পদ্ধতি প্রসঙ্গে সিইসি বলেন, সংবিধানে আনুপাতিক বা পিআর পদ্ধতি নেই। সংবিধানের বাইরে আমরা যেতে পারব না। রাজনৈতিক দলগুলো এ নিয়ে বিতর্ক করছে। তবে আইন পরিবর্তন হলে তা বাস্তবায়ন সম্ভব।

আরো পড়ুন : দেশি-বিদেশি মহলের প্ররোচনায় নতুন ‘মাইনাস-টু ফর্মুলা’ চলছে: মির্জা আব্বাস

আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সম্পৃক্ততার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে নয়, বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশ হিসেবেই অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে জেলা প্রশাসক বা পুলিশ সুপারদের আর নির্বাচনের দায়িত্বে রাখা হবে না।

বিগত সরকারের আমলে দায়িত্ব পালন করা নির্বাচন কর্মকর্তাদের বিষয়ে সিইসি বলেন, কমিশনের অধীনে ৫৭০০ কর্মকর্তা রয়েছেন। তাদের অনেকেই পূর্বে দায়িত্ব পালন করেছেন। তবে যারা স্বেচ্ছায় অনিয়মে জড়িয়েছিলেন, তাদের রাখা হবে না।

এ সময় তিনি আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে বলেন, লীগের বর্তমানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই। তাদের বিচার চলছে। বিচার চলাকালীন তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। দেখা যাক আদালতে কী হয়।

পরে তিনি রাজশাহী অঞ্চলের কর্মকর্তাদের নির্বাচনের নানা দিকনির্দেশনা দেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ: প্রেস সচিব

ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ: প্রেস সচিব

দ্বিপক্ষীয় সফরে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

দ্বিপক্ষীয় সফরে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন, আলোচনা যেসব ইস্যুতে

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন, আলোচনা যেসব ইস্যুতে

জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App