×

প্রবাস

আটলান্টায় জমকালো আয়োজনে ৩৯তম ফোবানা সম্মেলন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৮ পিএম

আটলান্টায় জমকালো আয়োজনে ৩৯তম ফোবানা সম্মেলন

ছবি : সংগৃহীত

৩৯তম ফোবানা সম্মেলনকে ঘিরে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে শুরু হয়েছে উৎসবের আমেজ। আগামী ২৯ থেকে ৩১ আগস্ট আটলান্টার ডুলুথে সুগারলোফ পার্কওয়ের গ্যাস সাউথ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী এই সম্মেলন।

আয়োজক আটলান্টাভিত্তিক সাহিত্য-সংস্কৃতিক সংগঠন ‘বাংলা ধারা’। নাচ, গান, আবৃত্তি, মঞ্চ নাটক আর মহড়ায় মুখরিত হয়ে উঠেছে আয়োজনস্থল। দেশ-বিদেশ থেকে আগত শিল্পী ও অতিথিরা ইতোমধ্যেই আসতে শুরু করেছেন।

জানা গেছে, ৩৯তম ফোবানা সম্মেলনকে ঘিরে আয়োজকদের চোখে এখন ঘুম নেই। দিন-রাত এক করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবারের সম্মেলনে প্রায় ৮ হাজার প্রবাসী বাঙালির মিলনমেলা হবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যেই আমেরিকার বিভিন্ন স্টেট থেকে অনেকে পরিবার-পরিজন নিয়ে আটলান্টায় যাচ্ছেন।

সম্মেলনস্থল ওয়েস্টিন হোটেলে বুকিংয়ের তোড়জোড় চলছে সমান তালে। ডুলুথ ও গ্যাস সাউথ কনভেনশন সেন্টার এলাকার আশপাশের বেশিরভাগ হোটেল ইতোমধ্যেই বুকিং শেষ হয়ে গেছে। ফলে এবারের ফোবানা আসর ঘিরে প্রবাসী বাঙালিরা এক অনন্য উৎসবের আবহে মেতে উঠেছেন।

আরো পড়ুন : দেশি-বিদেশি মহলের প্ররোচনায় নতুন ‘মাইনাস-টু ফর্মুলা’ চলছে: মির্জা আব্বাস

আয়োজকরা জানিয়েছেন, এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৭ থেকে ৮ হাজার অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন। সম্মেলনের স্থান আটলান্টার গ্যাস সাউথ কনভেনশন সেন্টার এবং অফিসিয়াল হোটেল হলো আটলান্টার ওয়েস্টিন।

এবারের সম্মেলনের মূল ফোকাস ‘প্রবাসী প্রজন্মের দৃষ্টিভঙ্গি ও বৈশ্বীকরণে বাংলাদেশের অবস্থান’। পাশাপাশি যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বাড়ানো, মূলধারায় সম্পৃক্ত করা এবং শিক্ষা, সামাজিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই আয়োজনের মূল লক্ষ্য। এবারের ফোবানা এক্সিকিউটিভ কমিটির চেয়ারপারসন লস এঞ্জেলেসের মাসুদ রব চৌধুরী এবং এক্সিকিউটিভ সেক্রেটারি নিউইয়র্কের আবীর আলমগীর। আয়োজক কমিটির কনভেনর নাহিদুল খান সাহেল, মেম্বার সেক্রেটারি মাহবুব ভূঁইয়া, হোস্ট প্রেসিডেন্ট ডিউক খান, চীফ কো-অর্ডিনেটর দিলু মওলা এবং কো-কনভেনর কাজী নাহিদ সম্মেলন আয়োজনে দায়িত্ব পালন করছেন।

ফোবানা চেয়ারপারসন মাসুদ রব চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য বাড়ানো এবং নতুন প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করানোই এই সম্মেলনের প্রধান লক্ষ্য। এবারের সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৫–২০ জন মেধাবী শিক্ষার্থীকে ১০০০ ডলার করে স্কলারশিপ দেওয়া হবে। পাশাপাশি আটলান্টার ১০ জন শিক্ষার্থীও স্কলারশিপ পাবে।

আরো পড়ুন : নির্বাচন নিয়ে চাপ দিলে দায়িত্ব ছাড়বেন সিইসি

এক্সিকিউটিভ সেক্রেটারি আবীর আলমগীর জানান, এবারের সম্মেলনে উত্তর আমেরিকার ২৪টি শহরের ৭৪টি সংগঠন অংশ নেবে। থাকবে সাংস্কৃতিক পরিবেশনা, সেমিনার, বইমেলা, সাহিত্য আসর, কাব্য জলসা, বিজনেস নেটওয়ার্কিং ইভেন্টস এবং বাংলাদেশি জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান। শেষদিন রোববার ফোবানার সাধারণ সভায় কাউন্সিলরদের ভোটে নতুন কমিটি ঘোষণা হবে। তিনি আরো জানান, আগামী বছর ২০২৬ সালের ৪০তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে।

কনভেনর নাহিদুল খান সাহেল বলেন, ফোবানা সম্মেলন মানেই প্রবাসীদের মিলনমেলা। এবারও সম্মেলনে প্রবাস ও বাংলাদেশের রাজনীতি, ট্রাম্প সরকারের নতুন প্রশাসন, বিভিন্ন স্টেটের গভর্নর ও সিনেটরদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, পরিবেশ, বৈশ্বিক অর্থনীতি, নদীর পানি সমস্যা ও ইমিগ্রেশন নিয়ে সেমিনার হবে। করোনা মহামারির সময় ফোবানা প্রায় পাঁচ হাজার মানুষের ফ্রি করোনা টেস্ট করিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মেম্বার সেক্রেটারি মাহবুব ভূঁইয়া জানান, এবারের সেমিনারগুলোতে মানবাধিকার, স্বাস্থ্য ও চিকিৎসা, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা, শিক্ষা-কারিয়ার, জলবায়ু পরিবর্তন, অর্থনীতি, শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে আলোচনা হবে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে ইয়ুথ ও নারীদের বড় অংশগ্রহণ থাকবে।

চিফ কো-অর্ডিনেটর দিলু মওলা জানান, জমকালো সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অতিথিরা অংশ নেবেন। থাকবে বইমেলা, সাহিত্য আসর ও কাব্য জলসা।

সিনিয়র কো-কনভেনর কাজী নাহিদ বলেন, উদ্বোধনী দিনে শতাধিক শিশু-কিশোরের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এরপর ব্যান্ড নাইটে গান পরিবেশন করবেন উইনিং ব্যান্ডের চন্দন, ফিডব্যাক ব্যান্ডের রোমেল খান ও বিউটি দাস প্রজেক্ট ব্যান্ড। শনিবার ও রোববার সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী সামিনা চৌধুরী, রিজিয়া পারভিন, শাহনাজ বেলী, দিলশাদ কণা, প্রতিক হাসান, কিশোর, প্রিতম এবং বাংলাদেশি-আমেরিকান তারকা শিল্পী মোজা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ: প্রেস সচিব

ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ: প্রেস সচিব

দ্বিপক্ষীয় সফরে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

দ্বিপক্ষীয় সফরে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন, আলোচনা যেসব ইস্যুতে

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন, আলোচনা যেসব ইস্যুতে

জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App