জুলাই যোদ্ধাদের ওপর হামলার তীব্র নিন্দা জানালো ‘জুলাই ফোর্স’

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১২:২৬ পিএম

ছবি : ভোরের কাগজ
সংসদ ভবন এলাকায় অনুষ্ঠিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর কর্তৃক জুলাই যোদ্ধাদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে জুলাই ফোর্স নামের একটি সংগঠন।
সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে এ নিন্দা জানায় সংগঠনটি। বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক মোশাররফ হোসেন ও সদস্যসচিব এম আবু বকর শেখ স্বাক্ষর করেন।
বিবৃতিতে আহ্বায়ক মোশাররফ হোসেন বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ অর্জন করেছিলাম, তাদের ওপর এমন নৃশংস আচরণ কখনওই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, জুলাই গণহত্যার বিচারের সুনির্দিষ্ট রোডম্যাপ ছাড়া সূত্রপাতিকভাবে এই জুলাই সনদ গ্রহণ করা যাবে না। সুতরাং আমরা এই সনদ প্রত্যাখ্যান করছি।
আরো পড়ুন : জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হলো
সদস্য সচিব এম আবু বকর শেখ বিবৃতিতে অভিযোগ করেন, জুলাই যোদ্ধাদের রাস্তায় ফেলে পিটিয়ে দিয়ে জুলাই সনদ কার্যকর করার যে পদক্ষেপ করা হয়েছে, তা সরকারের জন্য একটি ভণ্ডামি। তিনি বলেন, জুলাই ফোর্সের পক্ষ থেকে বলছি—ইন্টারিম (অন্তর্বর্তী সরকার)কে প্রতিটি ফোটা রক্তের মূল্য দিতে হবে।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক শাওন রহমান মন্তব্য করেন, জুলাই যোদ্ধাদের ওপর এই হামলা আমাদের অস্তিত্বগত আঘাত। এই নেক্কারজনক ঘটনায় দ্রুত বিচার না হলে আমরা রাজপথে প্রতিক্রিয়া দেখাব।
বিবৃতিতে সংঘটিত ঘটনার বিচারের দাবি জানিয়ে ভবিষ্যতে আইনশৃঙ্খলা ও মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি স্মরণ করানো হয়। সংস্থাটি ঘটনাটিকে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের আদর্শকে আঘাতকারী একটি কৌশল হিসেবে উল্লেখ করেছে এবং পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের ওপর জোর দিয়েছে।