সরকারের সতর্ক বার্তা
নাশকতার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৮:১৪ এএম

ছবি : সংগৃহীত
দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ঘটে যাওয়া একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে অন্তর্বর্তী সরকার এ বিষয়ে গভীরভাবে অবগত।
শনিবার এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, আমরা সকল নাগরিককে আশ্বস্ত করতে চাই, নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে। মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তায় সরকার সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।
বিবৃতিতে বলা হয়, যদি কোনো ঘটনায় নাশকতা বা অগ্নিসংযোগের প্রমাণ পাওয়া যায়, তাহলে দায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে। কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উসকানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়া বিঘ্নিত করতে দেওয়া হবে না।
আরো পড়ুন : শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি
সরকার সতর্ক করে জানায়, যদি এসব অগ্নিকাণ্ড ইচ্ছাকৃতভাবে আতঙ্ক বা বিভাজন সৃষ্টির উদ্দেশ্যে ঘটানো হয়ে থাকে, তবে তা ব্যর্থ হবে, যতক্ষণ না আমরা ভয়কে আমাদের বিবেচনা ও দৃঢ়তার ওপর প্রাধান্য দিতে দিই।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, বাংলাদেশ অতীতেও বহু সংকট অতিক্রম করেছে। আমরা ঐক্য, সংযম ও দৃঢ় সংকল্প নিয়ে আমাদের গণতন্ত্রের উত্তরণে যেকোনো হুমকির মোকাবিলা করব। আমাদের ভয় পাওয়ার কিছু নেই।