বিজিবিএ কার্যনির্বাহী কমিটি নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৪:৩৩ পিএম

ছবি: সংগৃহীত
বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)-এর কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন আগামী বছরের জানুয়ারির ১০ বা ১৭ তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশন খুব শিগগিরই আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করবে।
শনিবার উত্তরায় বিজিবিএ কার্যালয়ে নির্বাচন কমিশনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে সংশ্লিষ্ট সদস্যদের মতামতের ভিত্তিতে জানানো হয় যে ভোটগ্রহণ ঢাকা বোট ক্লাব বা উত্তরা ক্লাবের যেকোনো এক স্থানে অনুষ্ঠিত হতে পারে।
নির্বাচনি বোর্ডের চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভাটি হয়। উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য মো. আনিসুর রহমান ও মো. সদরুজ্জামান রাসেল এবং আপিল বোর্ডের সদস্য আনোয়ারুল বশির খান। এছাড়া সংগঠনের বর্তমান প্রেসিডেন্ট মোফাজ্জল হোসেন পাভেল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল হামিদ পিন্টুসহ আরও অনেকে অংশ নেন।
২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সামনে রেখে গত ১২ অক্টোবর তিন সদস্যের নির্বাচন কমিশন এবং তিন সদস্যের আপিল বোর্ড গঠন করা হয়েছিল। নির্বাচন কমিশনে ছিলেন মো. নজরুল ইসলাম, মো. সদরুজ্জামান রাসেল ও মো. আনিসুর রহমান।
শনিবারের বৈঠকে আচরণবিধি, প্রার্থীতা, ভোট আয়োজন এবং অন্যান্য প্রস্তুতিমূলক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার পর সর্বসম্মতভাবে জানুয়ারি মাসের ১০ বা ১৭ তারিখকে সম্ভাব্য ভোটের দিন হিসেবে নির্ধারণ করা হয়।