জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যায় জুলাই ফোর্সের প্রতিবাদ

মারুফ সরকার, নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১২:৪৫ পিএম

ছবি : সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইনের হত্যার ঘটনায় তীব্র উদ্বেগ ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে যুব সংগঠন জুলাই ফোর্স।
সংগঠনের আহ্বায়ক মোশাররফ হোসেন ও সদস্য সচিব এম আবু বকর শেখ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, জুবায়েদকে নৃশংসভাবে হত্যা করে ফেলে রাখা ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে জুলাই ফোর্স।
আহ্বায়ক মোশাররফ হোসেন বলেন, ফ্যাসিবাদ পতনের এক বছর পরও সরকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। দেশে যেভাবে গুপ্তহত্যা ও সন্ত্রাসমূলক ঘটনা ঘটছে, তা আমাদের উদ্বিগ্ন করে তুলেছে।
আরো পড়ুন : জবি ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার নেপথ্যে যে কারণ
সদস্য সচিব এম আবু বকর শেখ বলেন, জুলাই ফোর্সের মূল আকাঙ্খা ছিল একটি নিরাপদ বাংলাদেশ। কিন্তু পনেরো মাস পেরিয়ে গেলেও আমরা নিরাপদ বাংলাদেশ পাইনি। জুবায়েদ হত্যাকাণ্ড সকল নৃশংসতাকেই হার মানিয়েছে।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক শাওন রহমান বলেন, বুলেটের সামনে বুক পেতে দিয়ে এমন অনিরাপদ বাংলাদেশ আমরা চাইনি। সরকারকে সতর্ক করে জানাই, অতি দ্রুত এই নৃশংস হত্যার সুষ্ঠু তদন্ত করা ও দোষীদের বিচারের আওতায় আনা জরুরি। অন্যথায় দেশের ছাত্র-জনতা নিয়ে রাজপথে নামার ঘোষণা দিয়েছে জুলাই ফোর্স।