×

জাতীয়

সাকিব আল হাসানকে দুদকে তলব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৫:৩১ পিএম

সাকিব আল হাসানকে দুদকে তলব

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

শেয়ারবাজারে অনিয়ম ও কারসাজির অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশের ক্রিকেটার ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে তাকে আগামী ২৬ নভেম্বর হাজির হতে বলা হয়েছে।

দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, মোহাম্মদ আবুল খায়ের ওরফে হিরু শেয়ারবাজারে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কারসাজি করে বিনিয়োগকারীদের ক্ষতি করেছেন এবং ক্যাপিটাল গেইনের মাধ্যমে অর্জিত অর্থ বিভিন্নভাবে লেয়ারিং করে গোপন করার চেষ্টা করেছেন। এই অপরাধে সাকিব আল হাসানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার অংশ হিসেবে সাকিবকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

তিনি জানান, সাকিবসহ মামলার মোট ১৫ আসামিকে ২৫ ও ২৬ নভেম্বর দুদক কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।

গত ১৭ জুন শেয়ারবাজার কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে সাকিব আল হাসান, সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের (হিরু) সহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন। মামলাটি দাখিল করা হয় দুদকের ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে।

দুদক সূত্রে জানা গেছে, সাকিব আল হাসানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগেও তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের সময় ওই বিষয়েও প্রশ্ন করা হবে।

এ ছাড়া ক্ষমতার পরিবর্তনের পর সাকিবের বিরুদ্ধে আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। গত ১৯ জানুয়ারি চেক ডিজঅনার মামলায় সাকিবসহ চারজনের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আসিফ নজরুল

আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আসিফ নজরুল

সাকিব আল হাসানকে দুদকে তলব

সাকিব আল হাসানকে দুদকে তলব

ওসি প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় প্রকাশ

মেজর সিনহা হত্যা ওসি প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় প্রকাশ

মোদি সরকারের কাছে চিরকৃতজ্ঞ, বললেন জয়

মোদি সরকারের কাছে চিরকৃতজ্ঞ, বললেন জয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App