×

অন্যান্য

জুলাই সনদে সই করবে না এনসিপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১২:৩৭ পিএম

জুলাই সনদে সই করবে না এনসিপি

সংবাদ সম্মেলনে কথা বলছেন নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

জুলাই সনদের আইনগত ভিত্তি ও বাস্তবায়ন আদেশের নিশ্চয়তা ছাড়া এতে স্বাক্ষর করা অর্থহীন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি স্পষ্টভাবে জানান, এসব বিষয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের দল জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে অংশ নেবে না।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীতে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা আইনিভিত্তি ছাড়া এবং অর্ডারের নিশ্চয়তা ছাড়া যদি সনদে স্বাক্ষর করি, সেটা মূল্যহীন হবে। পরবর্তী সরকার এলে কী প্রেক্ষিতে সনদ বাস্তবায়ন করবে, তার নিশ্চয়তা আমরা চাই। সেই বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে অংশ নেব না।

এনসিপির আহ্বায়ক বলেন, সনদ বাস্তবায়ন আদেশ সনদ স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে। এটি জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুযায়ী প্রধান উপদেষ্টা জারি করবেন। জুলাই সনদ স্বাক্ষরের আগে আদেশের খসড়া নিয়ে রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য গঠন করতে হবে। সেই ভিত্তিতেই আমরা স্বাক্ষরের সিদ্ধান্ত নেব।

আরো পড়ুন : কম্প্রোমাইজ নয়, নির্ধারিত সময়েই নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

নাহিদ ইসলাম জানান, আমরা আদেশের টেক্সট আগেভাগে দেখতে চাই। ড. ইউনূস যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের শক্তিতে সরকার গঠন করেছেন, তাই তিনি এই আদেশ প্রেসিডেন্ট হিসেবে নয়, বরং গভর্নমেন্ট হিসেবে জারি করবেন।

নাহিদ বলেন, জুলাই সনদে ৮৪টি সংস্কারের প্রস্তাব একত্রে গণভোটে তোলা হবে। এতে ‘নোট অব ডিসেন্ট’-এর আলাদা কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের প্রশ্নগুলো আগেই নির্ধারণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে শেয়ার করতে হবে।

এনসিপি আহ্বায়ক বলেন, গণভোটে জনগণ সনদের পক্ষে ভোট দিলে পরবর্তী সংসদকে সংবিধান সংস্কারের ক্ষমতা ডেলিগেট করা হবে। সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের বিষয়ে সবাই প্রায় একমত হলেও, এখনো এটা স্পষ্ট নয় যে, সেটি সংশোধনী হবে নাকি নতুন সংবিধান, এ প্রশ্নের উত্তর আমরা চাই।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হলেন নজরুল ইসলাম নাজু

পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হলেন নজরুল ইসলাম নাজু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপন

ভুলত্রুটি ছাড়াই ফল প্রস্তুত হয়েছে: পরীক্ষা নিয়ন্ত্রক

ভুলত্রুটি ছাড়াই ফল প্রস্তুত হয়েছে: পরীক্ষা নিয়ন্ত্রক

পরিবারের ভরণপোষণ নিয়ে বিতর্ক, যা বললেন রিপন মিয়া

পরিবারের ভরণপোষণ নিয়ে বিতর্ক, যা বললেন রিপন মিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App