×

রাজশাহী

পাবনায় ছাত্র হত্যা মামলায় ১৩৬ জনের নামে চার্জশীট

Icon

পলাশ হোসেন, পাবনা থেকে

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৩:৫১ পিএম

পাবনায় ছাত্র হত্যা মামলায় ১৩৬ জনের নামে চার্জশীট

ছবি : ভোরের কাগজ

পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনে দুই ছাত্র নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাঈদসহ ১৩৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে পাবনা সদর থানার ওসি (অপারেশন) ও মামলার তদন্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সাহা আদালতে এ চার্জশিট জমা দেন।

বিষয়টি নিশ্চিত করে তদন্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সাহা বলেন, রাতে চার্জশিট দাখিল করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ৩৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিরা পলাতক থাকায় তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

পাবনা জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম সরওয়ার খান জুয়েল জানান, তদন্ত কর্মকর্তা তাঁকে ফোনে চার্জশিট দাখিলের বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, এজাহারে ১০৩ জনের নাম ছিল। তদন্তে নতুন করে আরো ৩৪ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। একজন আসামির স্বাভাবিক মৃত্যু ঘটেছে বলে জানা গেছে। এজাহারের কারও নাম বাদ দেওয়া হয়নি।

আরো পড়ুন : পাবনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

গত বছরের ৪ আগস্ট দুপুরে শহরের ট্রাফিক মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি চালানো হয়। অভিযোগ অনুযায়ী, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাঈদসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ ঘটনায় জড়িত ছিলেন।

এতে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জাহিদুল ইসলাম (১৮) এবং সিদ্দিক মেমোরিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র মাহবুব হোসেন নিলয় (১৬) নিহত হন।

ঘটনার ছয় দিন পর, ১০ আগস্ট নিহত জাহিদুলের বাবা দুলাল উদ্দিন বাদী হয়ে পাবনা সদর থানায় মামলা দায়ের করেন। এতে আবু সাঈদ চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বহু নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। প্রায় এক বছর পর ওই মামলার চার্জশিট আদালতে জমা দেওয়া হলো।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বর্ণের ভরির দাম ছাড়ালো ২ লাখ ১৬ হাজার

স্বর্ণের ভরির দাম ছাড়ালো ২ লাখ ১৬ হাজার

রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৬

রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৬

বাংলাদেশের রাজনীতিতে সেফ এক্সিট কারা নিয়েছিলেন?

বাংলাদেশের রাজনীতিতে সেফ এক্সিট কারা নিয়েছিলেন?

এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার বিষয়ে যা জানালেন ইসি সচিব

এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার বিষয়ে যা জানালেন ইসি সচিব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App