×

রাজশাহী

বিরল রোগে আক্রান্ত শিশু মিম, চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপি নেতা শিমুল বিশ্বাস

Icon

পলাশ হোসেন, পাবনা থেকে

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১২:১৮ পিএম

বিরল রোগে আক্রান্ত শিশু মিম, চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপি নেতা শিমুল বিশ্বাস

ছবি : ভোরের কাগজ

বিরল ইনফেকশনজনিত রোগে আক্রান্ত এক বছরের শিশু মিমের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শিশু মিমকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে আইসিইউতে রাখার সিদ্ধান্ত নেন। কিন্তু পরিবারের আর্থিক অক্ষমতার কারণে একদিনের প্রায় ৩০ হাজার টাকার বকেয়া বিল পরিশোধ না করায় ১১ অক্টোবর বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ আইসিইউ থেকে শিশুটিকে বের করে দেয় বলে অভিযোগ করেন মিমের মা আলো বেগম।

তিনি বলেন, আমার মেয়ের অবস্থা ভালো নয়। দ্রুত চিকিৎসা না দিলে হয়তো বাঁচাতে পারব না। সরকারি শিশু হাসপাতালে নিতে চেয়েছিলাম, কিন্তু বকেয়া বিল না দিলে হাসপাতাল থেকে ছাড়ছিল না। একদিকে স্বামীর মৃত্যু, অন্যদিকে মেয়ের এই অবস্থা, আমি একবারে ভেঙে পড়েছিলাম।

আরো পড়ুন : পাবনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

আলো বেগম জানান, দুই মাস আগে তার স্বামী মিলনের অকাল মৃত্যু হয়। পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল, কোনো উপার্জনক্ষম সদস্য নেই, এমনকি বিক্রি করার মতো সম্পদও নেই।

এই অসহায় পরিস্থিতিতে আলো বেগম ১১ অক্টোবর রাতে নিজ এলাকার এক ছাত্রদল নেতার কাছে সহযোগিতা চান। ওই নেতা বিষয়টি দ্রুত অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে জানান।

ছাত্রদল নেতা বলেন, আমার পক্ষে সাহায্য করা সম্ভব ছিল না। বিষয়টি জানাতেই শিমুল বিশ্বাস স্যর তাৎক্ষণিকভাবে হাসপাতালের বকেয়া বিল পরিশোধ করেন এবং শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য সরকারি শিশু হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তিনি শিশুটির সার্বিক চিকিৎসার দায়িত্বও গ্রহণ করেছেন।

এ বিষয়ে পাবনা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বলেন, শিমুল বিশ্বাস একজন মানবদরদী নেতা। সাহায্য চাইলে তিনি কখনো কাউকে ফিরিয়ে দেন না। ধর্ম-বর্ণ বা মতের ঊর্ধ্বে উঠে তিনি মানবতাকেই প্রাধান্য দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ যেদিন

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ যেদিন

শিক্ষা ভবনের সামনে ৭ কলেজ শিক্ষার্থীরা, সড়কে পুলিশের ব্যারিকেড

শিক্ষা ভবনের সামনে ৭ কলেজ শিক্ষার্থীরা, সড়কে পুলিশের ব্যারিকেড

৭ দফা দাবিতে দেশজুড়ে ২ দিনের কর্মসূচি ঘোষণা জাগপার

৭ দফা দাবিতে দেশজুড়ে ২ দিনের কর্মসূচি ঘোষণা জাগপার

রেড ক্রসের মাধ্যমে ৭ ইসরায়েলি জিম্মি হস্তান্তর করল হামাস

রেড ক্রসের মাধ্যমে ৭ ইসরায়েলি জিম্মি হস্তান্তর করল হামাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App