×

ধর্ম

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রাজধানীতে শোভাযাত্রা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫ পিএম

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রাজধানীতে শোভাযাত্রা

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ছবি : সংগৃহীত

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও মৃত্যুবার্ষিকী। ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন তিনি। এই দিনটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে প্রতি বছরের মতো এবারও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আঞ্জুমানে রহমানিয়ার মাইজভান্ডারির সভাপতি ও বিএসপি চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারীর নেতৃত্বে লাখো নবীপ্রেমী সুফিবাদী জনতার অংশগ্রহণে জশনে জুলুস র‌্যালি বের হয়।

শোভাযাত্রাটি সকাল ৯টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম দিক থেকে শুরু হয়ে দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও কদম ফোয়ারা সড়ক প্রদক্ষিণ করে আবার সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম গেটে শান্তি সমাবেশে মিলিত হয়। অংশগ্রহণকারীরা হাতে কালেমা খচিত পতাকা, প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে জাতীয় পতাকা বহন করে, চারদিকে নারায়ে তাকবির ও নারায়ে রিসালাতের স্লোগান মুখরিত করে।

আরো পড়ুন : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

বিএসপি চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী সমাবেশে বলেন, মহানবী (সা.) মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। তাঁর আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণকর সমাজ গড়ে তোলা সম্ভব। আমাদের উচিত পবিত্র বার্তাকে ব্যক্তিগত, পারিবারিক ও রাষ্ট্রীয় জীবনে প্রয়োগ করা।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার বাণীতে আশা প্রকাশ করেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলিম উম্মার মধ্যে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। মহানবীর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে ইহকালীন ও পরকালীন জীবনে কল্যাণ ও মুক্তি নিশ্চিত হোক।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, মহানবী (সা.) মানবতার মুক্তি, সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর শিক্ষা আমাদের জাতীয় জীবনে বিশেষ প্রাসঙ্গিক। পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।

বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনও পবিত্র দিবসটি উদযাপন করেছেন। অনুষ্ঠানমালায় মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা এবং ইসলামী বইমেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সরকারি ছুটির মধ্য দিয়ে দেশের মুসলিম উম্মাহ ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে নিহত ২

চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে নিহত ২

‘অনলাইন জুয়ার কারবারি’ সেলিম প্রধান ফের গ্রেপ্তার

‘অনলাইন জুয়ার কারবারি’ সেলিম প্রধান ফের গ্রেপ্তার

হাসপাতালের বেডেই সম্পন্ন হলো ব্যতিক্রমী বিয়ের অনুষ্ঠান

হাসপাতালের বেডেই সম্পন্ন হলো ব্যতিক্রমী বিয়ের অনুষ্ঠান

মাজার ভাঙা-লাশ পোড়ানো আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ: রিজভী

মাজার ভাঙা-লাশ পোড়ানো আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ: রিজভী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App