বিএনপি মহাসচিরের সঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:১২ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পাকিস্তানের নতুন হাই কমিশনার ইমরান হায়দার। ছবি : সংগৃহীত
পাকিস্তানের নতুন হাই কমিশনার ইমরান হায়দারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
তবে বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই কিছু জানাননি।
পাকিস্তানের নতুন হাই কমিশনার ইমরান হায়দার বাংলাদেশে দায়িত্ব নেওয়ার আগে মিয়ানমারে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার পূর্বসূরী সৈয়দ আহমেদ মারুফ গত বছর ডিসেম্বর থেকে ঢাকায় দায়িত্বে ছিলেন। তবে চলতি বছরের মে মাসের প্রথমার্ধে হঠাৎ ছুটিতে যান এবং এরপর আর দায়িত্বে ফিরে আসেননি।
আরো পড়ুন : তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহযোগিতা করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
ইমরান হায়দার পাকিস্তানের পররাষ্ট্র সেবার কর্মকর্তা এবং তিনি তার পূর্ববর্তী অভিজ্ঞতায় তাজিকিস্তানে রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেছেন। নতুন হাই কমিশনার হিসেবে তিনি ১৭ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন।
বিএনপি মহাসচিবের সঙ্গে পাকিস্তানের নতুন হাই কমিশনারের বৈঠকের বিস্তারিত আলোচনার বিষয়ে কোনো প্রকাশ্য তথ্য প্রকাশ করা হয়নি।
সাক্ষাতের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।