×

যুক্তরাষ্ট্র

চীনের ওপর শুল্ক কি ভারতের সমান হবে, কী ইঙ্গিত দিলেন ট্রাম্প?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১২:১৪ পিএম

চীনের ওপর শুল্ক কি ভারতের সমান হবে, কী ইঙ্গিত দিলেন ট্রাম্প?

ছবি : সংগৃহীত

চীনের ওপর কি ভারতের মতোই আমেরিকা শুল্ক আরোপ করবে, এই প্রশ্ন নতুন নয়। আগেও এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল, কিন্তু তিনি স্পষ্ট কোনো উত্তর দেননি। এবার তবে পরিস্থিতি কিছুটা বদলেছে।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প সরাসরি চীনকে উদ্দেশ্য করে বাণিজ্যিক বার্তা দিয়েছেন। একটি নির্দিষ্ট পণ্যের আমদানি-রপ্তানিই হতে পারে চূড়ান্ত সিদ্ধান্তের মূল চাবিকাঠি।

ভারতের মতো রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করে চীনও। তাই প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি চীনের ক্ষেত্রেও ভারতের সমান হারে শুল্ক বসাবে? সোমবার (১১ আগস্ট) সকালে ট্রাম্প এক পোস্টে লিখেছেন, সয়াবিনের অভাব নিয়ে চীন উদ্বিগ্ন। আমাদের কৃষকরা দারুণ মানের সয়াবিন উৎপাদন করে। আশা করব, চীন দ্রুত আমেরিকা থেকে সয়াবিনের অর্ডার চারগুণ বাড়াবে। এটি তাদের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি কমানোর অন্যতম উপায় হতে পারে, আর আমরা দ্রুত সরবরাহ নিশ্চিত করব।

উল্লেখ্য, শুল্ক নিয়ে চীন-আমেরিকার মধ্যে চলা যুদ্ধবিরতি মঙ্গলবার শেষ হচ্ছে। ধারণা করা হচ্ছে, এর পর ট্রাম্প হয়তো বেইজিংয়ের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করতে পারেন।

আরো পড়ুন : ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীনদের সরিয়ে দিতে ট্রাম্পের নির্দেশ

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, এখনো চীনের শুল্ক বিষয়ে ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তাঁর মতে, চীনের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভারতের তুলনায় অনেক বেশি জটিল এবং বিভিন্ন বিষয়ে আন্তঃনির্ভরশীল।

রাশিয়া থেকে তেল ও অস্ত্র আমদানির কারণে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। ওয়াশিংটনের দাবি, রাশিয়ার তেলের অর্থ ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করছে। তবে নয়াদিল্লি জানিয়েছে, তারা আন্তর্জাতিক বাজারদর এবং নিজেদের জাতীয় স্বার্থ বিবেচনা করেই বাণিজ্যনীতি নির্ধারণ করে।

তবে ভারত প্রশ্ন তুলেছে, রাশিয়া থেকে আমদানিকারী অন্যান্য দেশের ওপর কেন একই ধরনের শুল্ক আরোপ করা হচ্ছে না।

এখন সবার নজর চীনের দিকে। ট্রাম্প কি ভারতের সমান শুল্ক বসাবেন, নাকি সয়াবিন আমদানির মতো নির্দিষ্ট পণ্যের ওপর নির্ভর করেই সিদ্ধান্ত নেবেন, তা জানতেই অপেক্ষা করছে বিশ্ব অর্থনীতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

ভারতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

পুলিশ হেফাজতে জনি হত্যা : দুই পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন দণ্ড বহাল

পুলিশ হেফাজতে জনি হত্যা : দুই পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন দণ্ড বহাল

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App