×

যুক্তরাষ্ট্র

ট্রাম্পের সঙ্গে বৈঠক

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেলেনস্কি, সঙ্গে ইউরোপীয় নেতারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ০১:০৮ পিএম

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেলেনস্কি, সঙ্গে ইউরোপীয় নেতারা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশগ্রহণের জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটনে যাচ্ছেন। সোমবার (১৮ আগস্ট) হোয়াইট হাউসে অনুষ্ঠিতব্য বৈঠকে জেলেনস্কি একা থাকবেন না। তার সঙ্গে ইউরোপের কয়েকজন শীর্ষ নেতাও যাচ্ছেন। তবে তারা ট্রাম্পের সঙ্গে বৈঠকে উপস্থিত থাকবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানাচ্ছে, ন্যাটোর মহাসচিব মার্ক রুটে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েনসহ বেশ কয়েকজন ইউরোপীয় নেতা জেলেনস্কির সঙ্গে ওয়াশিংটনে যাচ্ছেন।

এ বৈঠকটি এমন সময় হচ্ছে যখন সম্প্রতি আলাস্কায় ট্রাম্প-রাশিয়া বৈঠকে স্থায়ী শান্তিচুক্তির ওপর জোর দেওয়া হয়েছে। মার্কিন এক দূত জানিয়েছেন, আলোচনায় পুতিন ইউক্রেনের জন্য ন্যাটো-সদৃশ নিরাপত্তা চুক্তিতে সম্মত হয়েছেন।

আরো পড়ুন : ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে সমঝোতার আহ্বান ট্রাম্পের

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, রাশিয়া নিয়ে বড় অগ্রগতি হয়েছে। অপেক্ষায় থাকুন।

রোববার জেলেনস্কি ভার্চুয়াল সম্মেলনে অংশগ্রহণ করেন, যেখানে ম্যাক্রোঁ জানান, ট্রাম্পের সঙ্গে আলোচনায় তারা একটি ঐক্যবদ্ধ অবস্থান উপস্থাপন করবেন। তবে ইউরোপীয় কূটনৈতিক মহলে শঙ্কা রয়েছে, ট্রাম্প জেলেনস্কিকে কোনো শর্ত মেনে নিতে চাপ দিতে পারেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এটি মিডিয়ার হাস্যকর কল্পনা বলে উড়িয়ে দিয়েছেন।

জেলেনস্কির গত ফেব্রুয়ারির ওয়াশিংটন সফরের তিক্ত অভিজ্ঞতাও বিষয়টিকে জটিল করেছে। তবে ইউরোপীয় নেতারা সম্পর্ক মেরামতের জন্য কাজ করছেন এবং আলোচনায় ‘চুক্তি-কেন্দ্রিক ভাষা’ ব্যবহার করার পরামর্শ দিয়েছেন।

রাশিয়ার অব্যাহত আগ্রাসনে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের প্রায় পাঁচ ভাগের এক ভাগ দখল করেছে। মার্কিন দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, পুতিন গেম-চেঞ্জিং নিরাপত্তা নিশ্চয়তায় সম্মত হয়েছেন, যা ইউক্রেনকে ন্যাটো-সদৃশ সুরক্ষা দিতে পারে। তবে ইউরোপীয় কর্মকর্তারা মনে করছেন, জেলেনস্কি রাশিয়ার দাবির বিরুদ্ধে অবস্থান বজায় রাখবেন এবং কোন ভূখণ্ড ছেড়ে দেওয়া সম্ভব নয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও সতর্ক করে বলেছেন, ইউরোপে সবচেয়ে ভয়াবহ সংঘাতের অবসান তৎক্ষণাৎ হবে না, এখনও অনেকটা পথ বাকি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৫ বছরে বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনায় কমিটি

১৫ বছরে বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনায় কমিটি

কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল কারাগারে

কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল কারাগারে

সাবেক হুইপ স্বপন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক

সাবেক হুইপ স্বপন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক

মৎস্য সম্পদ বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার

মৎস্য সম্পদ বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App