মার্কিন সেনাবাহিনীকে বিস্ফোরক সরবরাহ করা কোম্পানিতে ভয়াবহ বিস্ফোরণ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১০:১৬ এএম

ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের টেনিসে অবস্থিত একটি বিস্ফোরক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘অ্যাকুরেট এনার্জিটিক সিস্টেম’-এ ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বার্তাসংস্থা এপি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (১০ অক্টোবর) কোম্পানিটির ১,৩০০ একর ক্যাম্পাসের এক ভবন সম্পূর্ণভাবে ধসে পড়ে।
এ ঘটনায় বর্তমানে ১৯ জন নিখোঁজ আছে এবং ধারণা করা হচ্ছে তারা সবাই প্রাণ হারিয়েছেন।
বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে এটি কয়েক মাইল দূরের বাড়ি-ঘরেও অনুভূত হয়েছে। বিস্ফোরণের স্থলে এখনও বিস্ফোরক থাকতে পারে, এই আশঙ্কায় প্রথমদিকে উদ্ধারকারীরা সেখানে সরাসরি যেতে পারেনি।
হামফ্রিস কাউন্টির নিরাপত্তা বাহিন্যের সদস্য ক্রিস ডেভিস বলেন, বলার মতো কোনো ভাষাই নেই, এটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।তিনি জানান, এই ঘটনায় একাধিক মানুষের মৃত্যু হয়েছে, তবে নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেননি।
কোম্পানির ওয়েবসাইটে উল্লেখ আছে যে তারা সেনাবাহিনী, অ্যারোস্পেস খাত ও ভবন ভাঙার কাজের জন্য বিস্ফোরক সরবরাহ করে; এছাড়া বিদেশি সেনাবাহিনীরাও তাদের পণ্য ব্যবহার করে থাকে। প্রতিষ্ঠানটি টেনিসের বাকসনোর্ট শহরের বনভূমি ও পাহাড়ি এলাকায় অবস্থিত; সেখানে মোট আটটি ভবন ছিল এবং এটি ন্যাশভিলের দক্ষিণপূর্বে প্রায় ৯৭ কিলোমিটার দূরে। পাবলিক নথি থেকে জানা গেছে, অ্যাকুরেট এনার্জিটিক সিস্টেম কয়েকটি সামরিক চুক্তি পেয়েছিল, যদিও সেগুলো বেশ পুরোনো।