×

আবহাওয়া

বঙ্গোপসাগরে নিম্নচাপের আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১১:১৮ এএম

বঙ্গোপসাগরে নিম্নচাপের আভাস

ছবি : সংগৃহীত

দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে, যা পরবর্তীতে নিম্নচাপে রূপ নিতে পারে। এ কারণে আগামী পাঁচদিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (পাঁচদিনের) জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় মঙ্গলবার (২১ অক্টোবর) একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

রোববার (১৯ অক্টোবর) চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আরো পড়ুন : ঢাকায় তীব্র রোদ ও গরম, সম্ভাবনা নেই বৃষ্টির

সোমবার (২০ অক্টোবর) সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। মঙ্গলবার (২১ অক্টোবর) চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বুধবার (২২ অক্টোবর) চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অন্যত্র শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে বর্ধিত পাঁচদিনের পূর্বাভাসে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেদিন থেকে নতুন বেতন কাঠামো সুবিধা পাবেন চাকরিজীবীরা

যেদিন থেকে নতুন বেতন কাঠামো সুবিধা পাবেন চাকরিজীবীরা

ধেঁয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়

ধেঁয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়

এআই অপপ্রচার ও ড্রোন ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা!

এআই অপপ্রচার ও ড্রোন ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা!

শিক্ষক আন্দোলনে বিএনপির একাত্মতা, শহীদ মিনারে যোগ দিচ্ছেন নেতারা

শিক্ষক আন্দোলনে বিএনপির একাত্মতা, শহীদ মিনারে যোগ দিচ্ছেন নেতারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App