×

বিএনপি

জুলাইয়ের মধ্যে জুলাই সনদ প্রণীত না হলে দায় সরকারের : সালাহউদ্দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৫ এএম

জুলাইয়ের মধ্যে জুলাই সনদ প্রণীত না হলে দায় সরকারের : সালাহউদ্দিন

অভ্যুত্থানে শহীদদের স্মরণে মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দিচ্ছেন সালাহউদ্দিন আহমেদ।

জুলাই মাসের মধ্যেই ‘জুলাই সনদ’ প্রণয়ন না হলে এর দায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ওপরই বর্তাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে মিরপুরের পল্লবীতে বিএনপির মৌন মিছিলপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের স্মরণে মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এই কর্মসূচি হয়।

সালাহউদ্দিন আহমেদ বলেন, যারা “পিআর” (আনুপাতিক) পদ্ধতিতে নির্বাচনের কথা বলছেন, তারা আসলে নির্বাচনী প্রক্রিয়া বিলম্বিত ও অনিশ্চিত করার ফন্দি আঁটছে। এ দেশের মানুষ এই পদ্ধতি বোঝে না। কেয়ারটেকার সরকার গঠিত হয়েছে তিন মাসের জন্য- এ সরকারের মূল দায়িত্ব সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন করা, স্থানীয় সরকার নির্বাচন নয়।

সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, বিভ্রান্তিমূলক রাজনীতি করা একটি দল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তাদের সঙ্গে হাত মিলিয়েছে আরেকটি দল, যারা সবসময়ই বিভ্রান্তি ছড়িয়েছে বলে অভিযোগ করেন বিএনপির শীর্ষ এই নেতা।

আরো পড়ুন : নির্বাচন পেছাতে ‘সংস্কার বিচারের’ নামে এখনও ষড়যন্ত্র চলছে: আমিনুল হক

বিএনপির প্রস্তাবিত ৩১ দফা সংস্কারের কথা উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, আমরা রাষ্ট্র কাঠামোর সংস্কার চাই, গণতান্ত্রিক সংস্কার চাই, জনগণের জন্য একটি ভারসাম্যপূর্ণ সংবিধান চাই। যাতে আর কখনো দেশ ফ্যাসিবাদের কবলে না পড়ে।

বিএনপির এই নেতা বলেন, যারা সংস্কার কমিশনে গিয়ে খানা-পিনা করছে, ছবি তুলছে, কিন্তু কোনো সিদ্ধান্ত আনতে পারছে না — তাদের কারণেই সনদ প্রণয়ন পিছিয়ে যাচ্ছে। জুলাইয়ের মধ্যে সনদ চূড়ান্ত না হলে দায় থাকবে এই কমিশন ও সরকারের।

এ সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, আর কখনো ফ্যাসিবাদ এ দেশে মাথাচাড়া দিতে পারবে না। শহীদদের রক্তস্নাত বাংলাদেশে কোনো শকুনি আর গণতন্ত্রকে গ্রাস করতে পারবে না।

শেষে বিএনপির নেতাকর্মীরা ‘ফ্যাসিবাদের ঠাঁই নাই বাংলায় বাংলায়’, ‘এ দেশ আমার মুক্ত, আর দেব না রক্ত’— এমন স্লোগানে মৌন মিছিল শুরু করেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমির, বসেই দিলেন বক্তৃতা

মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমির, বসেই দিলেন বক্তৃতা

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় যা বললেন বিএনপি নেতা

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় যা বললেন বিএনপি নেতা

পিআর পদ্ধতি নিয়ে যা বললেন জামায়াতে ইসলামীর নেতারা

পিআর পদ্ধতি নিয়ে যা বললেন জামায়াতে ইসলামীর নেতারা

সমাবেশ শেষের আগেই বাড়ি ফিরতে শুরু করে জামায়াতের অনেক নেতাকর্মী

সমাবেশ শেষের আগেই বাড়ি ফিরতে শুরু করে জামায়াতের অনেক নেতাকর্মী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App