বেগম জিয়া–তারেকের নিরাপত্তায় দুটি বুলেটপ্রুফ গাড়ি কিনছে বিএনপি

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৪:০২ পিএম

খালেদা জিয়া ও তারেক রহমান। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের শীর্ষ দুই নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে দলটিকে অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি মাসের শুরুর দিকে বিএনপিকে একটি বুলেটপ্রুফ বাস কেনার অনুমতি দেওয়া হয়। এর আগে গত জুনে একটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয়। গাড়িগুলো কোন দেশ থেকে আমদানি করা হবে, তা এখনো চূড়ান্ত না হলেও জাপান থেকে কেনার বিষয়ে আলোচনা চলছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বলেন, নির্বাচনের সময় খালেদা জিয়া ও তারেক রহমান সারা দেশে প্রচারণা চালাবেন। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে বুলেটপ্রুফ গাড়ি কেনা হচ্ছে।
আরো পড়ুন : নির্বাচনে 'তারেক ইমেজ' ইমেজ ভরসা বিএনপির, চ্যালেঞ্জ হাওয়া ভবন স্মৃতি
এদিকে, বুলেটপ্রুফ গাড়ির পাশাপাশি একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্সের জন্যও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে বিএনপি। মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি এখনো বিবেচনাধীন রয়েছে।
মন্ত্রণালয় সূত্র বলছে, সাধারণত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, বিদেশি দূতাবাস ও জাতিসংঘ কর্মকর্তাদের জন্যই বুলেটপ্রুফ গাড়ির অনুমতি দেওয়া হয়। রাজনৈতিক দলের জন্য এই অনুমতি অতীতে খুব কমই দেওয়া হয়েছে।
রিকন্ডিশন্ড গাড়ি আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা) জানিয়েছে, সাধারণত জাপান, কানাডা ও জার্মানি থেকেই বুলেটপ্রুফ গাড়ি আমদানি করা হয়। বারভিডার সভাপতি আবদুল হক বলেন, বেসরকারিভাবে কেউ বুলেটপ্রুফ গাড়ি আনতে পারেন না। সরকারিভাবে আনা হয় রাষ্ট্রীয় পর্যায়ের ব্যবহারের জন্য।
তিনি জানান, একটি গাড়ি কিনতে খরচ হয় প্রায় ২ লাখ ডলার, আর ৮০০ শতাংশ শুল্কসহ খরচ দাঁড়াতে পারে ২২ কোটি টাকার মতো।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত গত জুনে খালেদা জিয়া ও তাঁর পরিবারের জন্য একটি বুলেটপ্রুফ গাড়ি আমদানির আবেদন করেন। পরবর্তীতে দলের পক্ষ থেকে একটি বুলেটপ্রুফ বাসেরও অনুমতি চাওয়া হয়। বাসটি খালেদা জিয়া ও বিএনপির শীর্ষ নেতাদের ব্যবহারের জন্য নির্ধারিত।
মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পুলিশের বিশেষ শাখা (এসবি) জানিয়েছে, খালেদা জিয়া ও তারেক রহমান নির্বাচনী প্রচারে অংশ নিলে তাঁরা প্রতিপক্ষ রাজনৈতিক শক্তির হামলার ঝুঁকিতে পড়তে পারেন। এই কারণেই বুলেটপ্রুফ গাড়ির অনুমতি দেওয়া হয়েছে।
এসবির প্রতিবেদনে আরো বলা হয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরও তাদের অনুসারীরা নির্বাচনের সময় অস্থিরতা সৃষ্টি বা হামলার চেষ্টা চালাতে পারে। সে ক্ষেত্রে জিয়া পরিবারের সদস্যরা প্রতিশোধের টার্গেটে পরিণত হতে পারেন।
২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি শিগগিরই দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন।
বিএনপির নেতারা এর আগে বলেছেন, তারেক রহমানের দেশে না ফেরার পেছনে অন্যতম কারণ নিরাপত্তা শঙ্কা। ২০১৫ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনাও ঘটেছিল, যেখানে তাঁর গাড়ি বুলেটপ্রুফ না থাকায় বড় ধরনের ক্ষতি হয়।
এসবির প্রতিবেদনে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া ও তারেক রহমান সারা দেশে জনসভা ও রোডমার্চে অংশ নেবেন। প্রতিপক্ষ রাজনৈতিক দল বা সন্ত্রাসীদের হামলায় তাঁদের জীবননাশের ঝুঁকি রয়েছে। তাই তাঁদের সার্বক্ষণিক ব্যবহারের জন্য বুলেটপ্রুফ গাড়ি কেনায় অনাপত্তি জানানো হয়েছে।
উল্লেখ্য, খালেদা জিয়ার নিরাপত্তায় ইতোমধ্যে পুলিশের পাশাপাশি তাঁর নিজস্ব নিরাপত্তা টিম চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) কাজ করছে। জনসমাগমে বা সফরে গেলে তাঁদের বিশেষ পোশাকে দেখা যায়।