×

বলিউড

হেমা মালিনী না কি প্রকাশ, যে স্ত্রীর সঙ্গে থাকছেন ধর্মেন্দ্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০১:৪৬ পিএম

হেমা মালিনী না কি প্রকাশ, যে স্ত্রীর সঙ্গে থাকছেন ধর্মেন্দ্র

দুই স্ত্রী হেমা মালিনী এবং প্রকাশ কৌর-এর সঙ্গে ধর্মেন্দ্র। ছবি : সংগৃহীত

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর জীবনে রয়েছে দুই বিয়ে, দুই স্ত্রী। আর তাদের ঘিরে জটিল আবেগ, টানাপোড়েন ও ভালোবাসার গল্পে ভরপুর এই বর্ষিয়ান অভিনেতার। প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে বিবাহিত সম্পর্ক থাকাকালীনই সহ-অভিনেত্রী হেমা মালিনীর প্রেমে পড়েন সেই সময়ের শীর্ষ নায়ক ধর্মেন্দ্র। বহু নারীর হৃদয় জয় করা এই নায়ক শেষ পর্যন্ত হেমার মনও জয় করে নেন। আর সেখান থেকেই শুরু হয় নতুন এক অধ্যায়।

ধর্ম পরিবর্তন করে হেমা মালিনীকে বিয়ে করেন ধর্মেন্দ্র। তবে প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি তিনি। বরং দুই সংসারেই সমতা বজায় রেখে এগিয়ে যাচ্ছেন জীবনের শেষপ্রান্তে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ধর্মেন্দ্রর ছেলে ববি দেওল জানান, তাঁর বাবা মূলত প্রথম স্ত্রী প্রকাশ ও তাঁদের চার সন্তান সানি, ববি, বিজেতা ও আজিতার সঙ্গে থাকেন। অন্যদিকে, হেমা মালিনী নিজের আলাদা বাংলোয় থাকেন। তবে মাঝে মাঝে ধর্মেন্দ্র সেখানে যান, কয়েকদিন থাকেনও। ববি হাস্যরসের সুরে বলেন, মা হেমাজির বাড়িতে গেলে বাবাকে নিরামিষাশী হতে হয়, কারণ হেমা মাছ-মাংসের গন্ধ সহ্য করতে পারেন না।

আরো পড়ুন : নতুন চমক নিয়ে আসছে ‘বাহুবলী থ্রি’

অন্যদিকে, হেমা মালিনী অতীতে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি কখনও ধর্মেন্দ্রর প্রথম পরিবার থেকে কিছু দাবি করেননি। তিনি জানান, ভালোবাসায় শুধু নিজের থেকে দিতে হয়। আমরা একে অপরকে এতটা ভালোবাসি যে, এসব ছোটখাটো বিষয় নিয়ে আমার কোনও অভিযোগ নেই।

তবে তাদের সম্পর্কের পথ সহজ ছিল না। হেমা মালিনীকে অনেক সময় কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল বিবাহিত পুরুষকে বিয়ে করার জন্য। এমনকি, দীর্ঘদিন ধরে শোনা যায়, দেওল পরিবারের অনুষ্ঠানগুলোতে কখনও আমন্ত্রণ পাননি হেমা কিংবা তাঁর দুই কন্যা এষা ও আহনা।

তবুও, ধর্মেন্দ্র আজও দুই সংসারের প্রতি দায়িত্বশীল। দুই স্ত্রীর প্রতি শ্রদ্ধা ও স্নেহ বজায় রেখে তিনি যে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতীক হয়ে উঠেছেন, তা স্পষ্টই বললেন তাঁর ছেলে ববি দেওল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আফগানদের বিপক্ষে সিরিজ হার, ব্যাটারদের দায় দিলেন মিরাজ

আফগানদের বিপক্ষে সিরিজ হার, ব্যাটারদের দায় দিলেন মিরাজ

নতুন রাজনৈতিক দলগুলোর তথ্য ফের যাচাই করবে ইসি

নতুন রাজনৈতিক দলগুলোর তথ্য ফের যাচাই করবে ইসি

নেসকোর কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি সারজিসের

নেসকোর কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি সারজিসের

নির্বাচনে মাঠ প্রশাসনকে নিরপেক্ষ থাকার নির্দেশ

নির্বাচনে মাঠ প্রশাসনকে নিরপেক্ষ থাকার নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App