বাস্তবেও প্রেম করছেন সাইয়ারার জুটি অনীত-অহান!

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৮:৪৮ এএম

‘সাইয়ারা’ ছবির একটি দৃশে অভিনেতা অহান পাণ্ডে ও অভিনেত্রী অনীত পড্ডা। ছবি : সংগৃহীত
পর্দায় তাঁদের রসায়ন ইতোমধ্যেই দর্শকদের মন জয় করেছে। এবার বাস্তবেও সেই সম্পর্কের গুঞ্জন যেন আরো জোরালো হলো। বলিউড অভিনেতা অহান পাণ্ডে সমাজমাধ্যমে সহঅভিনেত্রী অনীত পড্ডারের সঙ্গে একান্ত মুহূর্তের ছবি ভাগ করে নেওয়ার পর থেকেই তাঁদের প্রেম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) ছিল অনীতের ২৩তম জন্মদিন। সেই বিশেষ দিনে অহান তাঁর সঙ্গে কয়েকটি অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করেন। ছবিগুলি থেকে স্পষ্ট, চলতি বছরের শুরুতে মুম্বইয়ে ব্রিটিশ ব্যান্ড ‘কোল্ডপ্লে’-র কনসার্টে একসঙ্গে উপস্থিত ছিলেন তাঁরা।
একটি ছবিতে দেখা যাচ্ছে, অহান চোখ বুজে সংগীত উপভোগ করছেন, আর তাঁর কাঁধে মাথা রেখে আছেন অনীত। তার চোখেমুখে উচ্ছ্বাসের ছাপ। এই দৃশ্যেই অনুরাগীরা খুঁজে পাচ্ছেন তাঁদের অফস্ক্রিন রোম্যান্সের ইঙ্গিত।
আরো পড়ুন : হেমা মালিনী না কি প্রকাশ, যে স্ত্রীর সঙ্গে থাকছেন ধর্মেন্দ্র
জানা গেছে, ‘সাইয়ারা’ ছবির শুটিংয়ের সময় থেকেই তাঁদের ঘনিষ্ঠতা তৈরি হয়। বলিউডের এক ঘনিষ্ঠ সূত্র জানায়, অহান ও অনীত কিছুদিন ধরেই সম্পর্কে রয়েছেন এবং একে অপরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সূত্রের ভাষায়, তাঁদের সম্পর্কটা খুবই মিষ্টি ও স্বাভাবিক। অনীত খুবই সহজ-সরল ও প্রাণবন্ত মেয়ে। শুটিংয়ের সময় অহান ওর খেয়াল রাখত। সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়।
উল্লেখ্য, চলতি বছরের ১৮ জুলাই মুক্তি পেয়েছিল অহান ও অনীত অভিনীত ‘সাইয়ারা’। মুক্তির পরপরই বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল এই ছবি এবং দর্শকদের কাছে প্রশংসা কুড়িয়েছিল তাঁদের অনস্ক্রিন জুটি। এবার সেই রসায়নের বাস্তব প্রতিফলনেই মেতে উঠেছে অনুরাগীরা।