×

করপোরেট সংবাদ

আকিজ এয়ারের সহযোগিতায় শ্রীলঙ্কার ১৭০০ কিমি সাইকেলে পাড়ি দেবে তাম্মাত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০৪:৫৯ এএম

আকিজ এয়ারের সহযোগিতায় শ্রীলঙ্কার ১৭০০ কিমি সাইকেলে পাড়ি দেবে তাম্মাত

আকিজ এয়ারের সহযোগিতায় শ্রীলঙ্কার ১৭০০ কিমি সাইকেলে পাড়ি দেবে সাইক্লিষ্ট তাম্মাত বিল খয়ের। ছবি: ভোরের কাগজ

   

দেশের শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান আকিজ রিসোর্সের ওটিএ প্রতিষ্ঠান আকিজ এয়ারের সহযোগিতায় শ্রীলঙ্কার ১৭০০ কিলো মিটার কোস্টাল রোড সাইকেলে পাড়ি দেবে সাইক্লিষ্ট তাম্মাত বিল খয়ের। রবিবার আকিজ এয়ারের তেজগাঁও অফিসে এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। তাম্মাত বিল খয়েরের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন আকিজ এয়ারের চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) দারাজ মাহমুদ। 

সেখানে জানানো হয়, ‘আকিজ এয়ার ট্যুর ডি শ্রীলঙ্কা’ নামের এক মাসব্যাপী এই ট্যুরে ১৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শ্রীলঙ্কার অতুলনীয় সৌন্দর্য, সংস্কৃতি ও জীবনধারা আবিষ্কার করা হবে। শ্রীলঙ্কার মনোরম উপকূলীয় সড়কজুড়ে আসন্ন সাইক্লিং অভিযানের জন্য আকিজ এয়ার অফিসিয়াল টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে। 

এ ব্যাপারে তাম্মাত বিল খয়ের বলেন, আকিজ এয়ারের অবিচল সমর্থন এই ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলবে এবং অন্বেষণ, অধ্যবসায় ও সাইক্লিংয়ের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে সহায়তা করবে। শ্রীলঙ্কার রাস্তাগুলো জয় করার এই মহাকাব্যিক যাত্রায় তিনি সবার সমর্থন চেয়েছেন। 

এ বিষয়ে আকিজ এয়ারের চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) দারাজ মাহমুদ বলেন, আমরা তরুণদের উদ্যমী কর্মকাণ্ডে উৎসাহ দিতে নানান উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসাবে সাইক্লিষ্ট তাম্মাত বিল খয়েরের সঙ্গে যুক্ত হয়েছি। আমাদের বিশ্বাস, তরুণদের উদ্দীপনা ও সম্ভাবনাকে উজ্জীবিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণ প্রজন্মের স্বপ্ন ও প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, বিশ্বের প্রথম সাইক্লিস্ট হিসেবে বাংলাদেশের তাম্মাত বিল খয়ের মাত্র ৩০ দিনে এভারেস্ট বেস ক্যাম্পসহ ৪টি পর্বত ও ৩টি পাস একই সফরে পাড়ি দিয়েছেন সাইকেলে। তিনি প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট হিসেবে সাইকেল নিয়ে এভারেস্ট বেস ক্যাম্প ছাড়াও পিকে পিক, চুখুং রি পিক, কংমালা পাস, কালা পাত্থার, চোলা পাস, গোকিও রি পিক পাড়ি দিয়েছেন। 

গত বছর ২৭ নভেম্বর নিজের জন্মদিনে ৫৩৬০ মিটার উঁচুতে অবস্থিত রেনজো লা পাসে উঠে এ রেকর্ড গড়েন তিনি। এর আগে একই সফরে কোনো সাইক্লিস্ট একইসঙ্গে এই ৮ অর্জন ছুঁতে পারেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App