×

সারাদেশ

বিএনপির প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে নাসিরনগরে মানববন্ধন

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৩৮ পিএম

বিএনপির প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে নাসিরনগরে মানববন্ধন

ছবি: ভোরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিএনপির একাংশের নেতা–কর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নাসিরনগর উপজেলা সদর, ফান্দাউক ও কুন্ডা এলাকায় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই আসনে উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল হান্নানকে প্রাথমিকভাবে দলের মনোনীত প্রার্থী ঘোষণা করা হলেও, মনোনয়ন পরিবর্তন করে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি এড. কামরুজ্জামান মামুনকে প্রার্থী করার দাবি জানাচ্ছেন তার সমর্থক ও অনুসারীরা।

বুধবার সকাল ১০টার পর থেকেই উপজেলা সদরের শহীদ মিনার ও উপজেলা পরিষদ চত্বরে মামুনের সমর্থকেরা জড়ো হতে থাকেন। সকাল ১১টার দিকে শহীদ মিনার থেকে পরিষদ চত্বর পর্যন্ত কয়েক কিলোমিটার জুড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে উপজেলা পরিষদের সামনে বিক্ষোভও করেন তারা। মানববন্ধনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে অংশ নেয়া স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেন, ঘোষিত প্রার্থী এম. এ. হান্নান অতীতের কোনো জাতীয় নির্বাচনে এলাকায় সক্রিয় ছিলেন না এবং মাঠপর্যায়ে তার সংগঠনগত গ্রহণযোগ্যতাও দুর্বল। তারা বলেন, “ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরপর তিনবার পরাজিত ব্যক্তি কীভাবে ধানের শীষের প্রার্থী হন?”

এদিকে মনোনয়ন প্রত্যাশী এড. কামরুজ্জামান মামুন দাবি করেন, “যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি স্থানীয় নির্বাচনেও পরাজিত হয়েছেন। এলাকাবাসী তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন বলেই নিয়মিতই প্রার্থী পরিবর্তনের দাবিতে কর্মসূচি হচ্ছে।”

তবে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী এম. এ. হান্নান বলেছেন, “তৃণমূলে রাজনীতি করেও মনোনয়ন পাওয়া যায়—বিএনপির হাইকমান্ড সেটিই প্রমাণ করেছে। আমি আশাবাদী, প্রথমবারের মতো এ আসনটি বিএনপিকে উপহার দিতে পারব।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপির প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে নাসিরনগরে মানববন্ধন

বিএনপির প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে নাসিরনগরে মানববন্ধন

নবীনগরে সাত মনোনয়ন প্রত্যাশী এক মঞ্চে

নবীনগরে সাত মনোনয়ন প্রত্যাশী এক মঞ্চে

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮৮

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮৮

গণতন্ত্র না ফিরলে রাষ্ট্র ব্যর্থ হওয়ার ঝুঁকি বাড়ছে : বিএনপি মহাসচিব

গণতন্ত্র না ফিরলে রাষ্ট্র ব্যর্থ হওয়ার ঝুঁকি বাড়ছে : বিএনপি মহাসচিব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App