×

ক্রিকেট

অবসরে অস্ট্রেলিয়ার তারকা মিচেল স্টার্ক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ পিএম

অবসরে অস্ট্রেলিয়ার তারকা মিচেল স্টার্ক

অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আসন্ন টেস্ট সিরিজ ও ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে অগ্রাধিকার দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন।

৩৫ বছর বয়সী স্টার্ক অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সর্বশেষ খেলা ছিল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

স্টার্ক ছিলেন ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের অংশ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭৯টি উইকেট নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট এটি। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ রানে ৪ উইকেট তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে স্টার্ক লিখেছেন, টেস্ট ক্রিকেট আমার কাছে সব সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার হয়ে প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচ উপভোগ করেছি, বিশেষ করে ২০২১ বিশ্বকাপ। শুধু শিরোপা জিতেছি বলে নয়, অসাধারণ সতীর্থ ও স্মৃতিগুলোও স্মরণীয়।

আরো পড়ুন : ডাচদের গুঁড়িয়ে সিরিজ জয় বাংলাদেশের

অস্ট্রেলিয়া ২০২৬ সালের মাঝামাঝি থেকে টেস্ট সিরিজে ব্যস্ত সময় কাটাবে। এর মধ্যে আছে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ, দক্ষিণ আফ্রিকা সফর, নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের সিরিজ। এরপর ২০২৭ সালের জানুয়ারিতে ভারতের মাটিতে পাঁচ টেস্ট এবং মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটের ১৫০তম বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

২০২৭ সালের মাঝামাঝিতে হবে অ্যাশেজ সিরিজ এবং একই বছর অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। এই সব কারণে অবসর নিয়ে স্টার্ক বলেন, ভারতে টেস্ট সিরিজ, অ্যাশেজ ও ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে নিজেকে ফিট রাখতে এই সিদ্ধান্ত আমার জন্য সঠিক। একই সঙ্গে এটি আমাদের বোলিং গ্রুপকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যথাযথ প্রস্তুতির সুযোগ দেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-৩ গঠন করা হতে পারে: আইন উপদেষ্টা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-৩ গঠন করা হতে পারে: আইন উপদেষ্টা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালের ৩৪ মামলায় চার্জশিট

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালের ৩৪ মামলায় চার্জশিট

জাতীয় নির্বাচন: মতবিরোধে বাড়ছে শঙ্কা

জাতীয় নির্বাচন: মতবিরোধে বাড়ছে শঙ্কা

ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি বুধবার

ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি বুধবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App