×

অর্থনীতি

এনবিআরে আন্দোলনে রাজস্ব আদায়ে বড় ক্ষতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১১:০৪ এএম

এনবিআরে আন্দোলনে রাজস্ব আদায়ে বড় ক্ষতি

এনবিআর আন্দোলনে রাজস্ব আহরণে ১০ হাজার কোটি টাকার ঘাটতি। ছবি : সংগৃহীত

সদ্য শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরের জুন মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ে বড় ধরনের ধাক্কা লেগেছে কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের কারণে। এনবিআরের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, জুনে রাজস্ব আদায় হয়েছে ৪৩ হাজার ৯২ কোটি টাকা, যা আগের বছরের জুন মাসের তুলনায় প্রায় ১০ হাজার কোটি টাকা কম।

সাধারণত অর্থবছরের শেষ মাসে রাজস্ব আহরণ সর্বাধিক হয়ে থাকে। কিন্তু এনবিআর বিলুপ্তির প্রতিবাদে দেড় মাসের কর্মবিরতি ও শাটডাউন কর্মসূচির কারণে আমদানি-রপ্তানি কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়, যা সরাসরি রাজস্ব আহরণে প্রভাব ফেলে। আন্দোলনের শেষ দিকে দুই দিন পুরোপুরি রাজস্ব সংগ্রহ বন্ধ রাখা হয়, সে সময় চট্টগ্রাম বন্দরও অচল ছিল।

চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা। জুনে রাজস্ব আদায় কম হলেও সার্বিকভাবে গত অর্থবছরের তুলনায় রাজস্ব আদায় ২ দশমিক ২৩ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে এনবিআর।

আন্দোলনের আর্থিক প্রভাব নিরূপণে ইতোমধ্যে ৯ সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। বুধবার জারি করা আদেশে বলা হয়েছে, এই কমিটি চট্টগ্রাম কাস্টম হাউজসহ সারাদেশের কাস্টমস, ভ্যাট ও কর অফিসের ক্ষয়ক্ষতির হিসাব ৩০ দিনের মধ্যে জমা দেবে।

আরো পড়ুন : আ. লীগ আমলের ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট চুক্তি রিভিউ হবে: অর্থ উপদেষ্টা

এদিকে এনবিআরের আন্দোলন পরবর্তী শৃঙ্খলা ভঙ্গ ও রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের অভিযোগে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ পর্যন্ত ২১ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুল হাসানকে রাষ্ট্রের গোপন দলিল প্রকাশের অভিযোগে বরখাস্ত করা হয়েছে। কর বিভাগের নিরাপত্তাপ্রহরী সেলিম মিয়াকেও শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের কারণে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সবশেষে বুধবার আরো সাত কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলায়। তাদের মধ্যে রয়েছেন কর পরিদর্শক লোকমান হোসেন, নাজমুল হাসান, আব্দুল্লাহ আল মামুন, সহকারী রাজস্ব কর্মকর্তা ছালেহা খাতুন সাথি, রৌশন আক্তার, সিপাই সালেক খান ও প্রধান সহকারী বি এম সবুজ।

গত ১২ মে এনবিআর বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগে ভাগ করার ঘোষণা দেওয়ার পর থেকেই কর্মকর্তা-কর্মচারীরা প্রায় দুই মাস আন্দোলন চালিয়ে আসছিলেন। ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় আন্দোলন প্রত্যাহার করা হলেও শৃঙ্খলাভঙ্গের ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত রেখেছে এনবিআর।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউক্রেনে যুদ্ধ থামাতে পুতিনকে আল্টিমেটাম ট্রাম্পের, বেকায়দায় পড়বে যেসব দেশ

ইউক্রেনে যুদ্ধ থামাতে পুতিনকে আল্টিমেটাম ট্রাম্পের, বেকায়দায় পড়বে যেসব দেশ

ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশের খসড়ার অনুমোদন

ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশের খসড়ার অনুমোদন

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে, হামলাকারীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে, হামলাকারীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

সম্পর্কের বিষয়ে জানতে শাকিব খানকে প্রশ্ন করুন : মিষ্টি জান্নাত

সম্পর্কের বিষয়ে জানতে শাকিব খানকে প্রশ্ন করুন : মিষ্টি জান্নাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App