×

শিক্ষা

অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় সচিবালয়ে শিক্ষকদের প্রতিনিধি দল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০১:১৮ পিএম

অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় সচিবালয়ে শিক্ষকদের প্রতিনিধি দল

ছবি : সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের ১৩ সদস্যের প্রতিনিধি দল অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে গেছেন।

রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনরতদের প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করে।

প্রতিনিধি দলে ছিলেন, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বায়ক অধ্যক্ষ মাঈন উদ্দিন, সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজিজী, যুগ্ম সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, মো. আবু তালেব সোহাগ, আশরাফুজ্জামান হানিফ, অধ্যক্ষ আলাউদ্দিন, তোফায়েল সরকার, শান্ত ইসলাম, প্রকৌশলী আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন হেলালী, হাবিবুল্লাহ রাজু, মোহাম্মদ মিজানুর রহমান ও আজিজুর রহমান আজম।

আরো পড়ুন : ঢাকা কলেজের স্বকীয়তা রক্ষার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সচিবালয়ে প্রবেশের আগে প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজিজী। তিনি বলেন, “অর্থ মন্ত্রণালয়ের উপসচিব পদমর্যাদার এক কর্মকর্তা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি জানিয়েছেন, অর্থ উপদেষ্টা মহোদয় ও সচিব স্যার আমাদের সঙ্গে কথা বলতে চান। তাই আমরা সচিবালয়ে যাচ্ছি।”

তবে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অর্থ উপদেষ্টা বর্তমানে দেশের বাইরে রয়েছেন। ফলে বৈঠকে শিক্ষকদের সঙ্গে কোন কর্মকর্তারা বসবেন, তা এখনো নিশ্চিত নয়।

এর আগে মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন এমপিওভুক্ত শিক্ষকরা। রোববার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু হয়।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষকরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা অবস্থান চালিয়ে যাবেন। ভোর থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে সমবেত হতে থাকেন। এতে পল্টন থেকে হাইকোর্টের সামনের কদম ফোয়ারা পর্যন্ত যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আফগানদের বিপক্ষে সিরিজ হার, ব্যাটারদের দায় দিলেন মিরাজ

আফগানদের বিপক্ষে সিরিজ হার, ব্যাটারদের দায় দিলেন মিরাজ

নতুন রাজনৈতিক দলগুলোর তথ্য ফের যাচাই করবে ইসি

নতুন রাজনৈতিক দলগুলোর তথ্য ফের যাচাই করবে ইসি

নেসকোর কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি সারজিসের

নেসকোর কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি সারজিসের

নির্বাচনে মাঠ প্রশাসনকে নিরপেক্ষ থাকার নির্দেশ

নির্বাচনে মাঠ প্রশাসনকে নিরপেক্ষ থাকার নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App