ঢাকা কলেজের স্বকীয়তা রক্ষার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১২:৩৫ পিএম

ঢাকা কলেজের স্বকীয়তা ও ঐতিহ্য রক্ষার দাবিতে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
ঢাকা কলেজের স্বকীয়তা ও ঐতিহ্য রক্ষার দাবিতে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তারা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন। কয়েক মিনিট অবস্থানের পর শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় ঘুরে পুনরায় কলেজ ক্যাম্পাসে ফিরে যান।
বিক্ষোভ চলাকালে ‘ঢাকা কলেজ আমাদের গর্ব, আমাদের স্বকীয়তা অটুট থাকুক’- এমন নানা স্লোগান দেন শিক্ষার্থীরা।
নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুল হক বলেন, শিক্ষার্থীরা সকাল থেকেই কলেজে জড়ো হচ্ছিলেন। সাড়ে ১০টার দিকে তারা মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন। চার-পাঁচ মিনিট অবস্থান শেষে নীলক্ষেত মোড় ঘুরে ক্যাম্পাসে ফিরে যান।
আরো পড়ুন : শেখ হাসিনাসহ গুম-খুনের নির্দেশদাতাদের বিচার দাবি ডাকসুর
তিনি বলেন, তাদের মূল দাবি, ঢাকা কলেজের স্বকীয়তা অক্ষুণ্ণ রাখা। তারা জানতে চেয়েছেন, সাত কলেজকে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রূপান্তর করা হলে তাদের ভবিষ্যৎ কী হবে। তারা চান, বিশ্ববিদ্যালয় অন্য কোথাও গঠিত হোক, কিন্তু ঢাকা কলেজের ক্যাম্পাস যেন ঢাকা কলেজেরই থাকে।
সম্প্রতি অন্তর্বর্তী সরকার রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের উদ্যোগ নিয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এই কলেজগুলোর অধিভুক্তি বাতিল করে।
কলেজগুলো হলো, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।
শিক্ষা মন্ত্রণালয় গত ২৪ সেপ্টেম্বর একটি অধ্যাদেশের খসড়া প্রকাশ করে, যেখানে বলা হয়েছে, এই কলেজগুলোর অবকাঠামো দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হবে।
বিশ্ববিদ্যালয়ের আচার্য, উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্যদের সমন্বয়ে একটি সংবিধিবদ্ধ সংস্থা গঠনের প্রস্তাবও খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
খসড়া অনুযায়ী, নতুন বিশ্ববিদ্যালয়ের সাতটি অ্যাকাডেমিক ক্যাম্পাস থাকবে, যেখানে প্রতিটি কলেজ একটি করে ক্যাম্পাস হিসেবে কাজ করবে।
এদিকে, অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে সোমবার ‘লং মার্চ’ কর্মসূচির ডাক দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা।