সাউন্ড গ্রেনেডে উত্তেজনা, শিক্ষকরা প্রেস ক্লাব থেকে শহীদ মিনারে

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০২:৩১ পিএম

ছবি : সংগৃহীত
ঢাকার প্রেস ক্লাব এলাকায় ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপের কারণে শিক্ষকরা প্রেস ক্লাব থেকে সরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন।
রোববার (১২ অক্টোবর) দুপুরে শহীদ মিনার থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। তিনি জানান, জনদুর্ভোগ এড়াতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রেস ক্লাবের পরিবর্তে আমাদের লাগাতার অবস্থান এখন থেকে শহীদ মিনারে হবে। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা এখানেই কর্মসূচি চালাব।
অধ্যক্ষ আজিজী বলেন, আমাদের শীর্ষ নেতারা ইতোমধ্যে শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। যারা এখনও প্রেস ক্লাবে আছেন, তাদের অনুরোধ করছি শহীদ মিনারে যোগ দিতে। আলোচনার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে প্রজ্ঞাপন জারি হলে আমরা শ্রেণিকক্ষে ফিরে যাব।
আরো পড়ুন : অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় সচিবালয়ে শিক্ষকদের প্রতিনিধি দল
প্রেস ক্লাব এলাকা থেকে শিক্ষকদের সরানোর সময় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শিক্ষার্থীরা আতঙ্কিত হলেও কোন বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি। শিক্ষকরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও শান্তিপূর্ণভাবে শহীদ মিনারে চলে যান এবং কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
শিক্ষকরা জানিয়েছেন, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা শহীদ মিনার এবং ঢাকার প্রধান সড়কগুলো ছাড়বেন না এবং লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন।