×

ফুটবল

দুই গোলে পিছিয়েও নাটকীয় জয়ে শীর্ষে বার্সেলোনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০৯:২৮ এএম

দুই গোলে পিছিয়েও নাটকীয় জয়ে শীর্ষে বার্সেলোনা

পিছিয়ে থাকা বার্সেলোনাকে জেতালেন পেদ্রি-তোরেসরা। ছবি : সংগৃহীত

প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে গিয়েছিল বার্সেলোনা। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তনে শেষ পর্যন্ত ৩-২ গোলের নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। গোল করেন পেদ্রি ও ফেররান তোরেস, আর নির্ধারণী গোল আসে লেভান্তে ডিফেন্ডার উনাই এলজেজাভালের আত্মঘাতী ভুলে।

শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে হ্যান্সি ফ্লিকের শিষ্যদের এই জয়ে মৌসুমের প্রথম দুই ম্যাচেই পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে উঠে গেছে বার্সা।

তিন বছর পর লা লিগায় ফেরা লেভান্তে শুরুতে চমক দেখায়। প্রথম ম্যাচে আলাভেসের কাছে ২-১ ব্যবধানে হারলেও বার্সার বিপক্ষে প্রথমার্ধেই ২-০ গোলের লিড নেয় ভ্যালেন্সিয়ার দলটি। ম্যাচজুড়ে একচেটিয়া আধিপত্য দেখায় বার্সেলোনা। ৮৩ শতাংশ সময় বল দখলে রেখে ২৬টি শট নেয় তারা, যার মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। বিপরীতে লেভান্তের ৮ শটের ৫টিই ছিল অন টার্গেট।

আরো পড়ুন : আর্জেন্টিনায় কোপা সুদামেরিকানা ম্যাচে রণক্ষেত্র, সংঘর্ষে আহত ১৯

১৫ মিনিটে পাল্টা আক্রমণে এগিয়ে যায় স্বাগতিকরা। জেরেমির পাস থেকে ইভান রোমেরো ডিফেন্ডার কাটিয়ে জালে বল পাঠান। বার্সা একের পর এক আক্রমণ চালালেও সুযোগ নষ্ট করেন ফেররান তোরেস ও লামিনে ইয়ামাল।

প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সে বাল্দের হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টি পায় লেভান্তে। মোরালেস নোগালেস স্পটকিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন।

বিরতির পর নামতেই ঘুরে দাঁড়ায় বার্সা। ৪৯ মিনিটে ইয়ামালের পাস থেকে দুর্দান্ত শটে গোল করেন পেদ্রি। তিন মিনিট পর কর্নার থেকে পাওয়া বল দারুণ ভলিতে জালে পাঠান তোরেস, সমতায় ফেরেন কাতালানরা। এরপরও একের পর এক সুযোগ তৈরি করলেও লেভান্তের গোলরক্ষক তা প্রতিহত করেন।

শেষদিকে লেভান্ডফস্কি, কুন্দেদের আক্রমণও গোল পায়নি। তবে যোগ করা সময়ে আত্মঘাতী গোলে জয় নিশ্চিত হয় বার্সেলোনার।

ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এখন ৬ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলের শীর্ষে। তাদের পরবর্তী ম্যাচ রোববার রাতে রায়ো ভায়েকানোর বিপক্ষে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একাত্তরের অমীমাংসিত ইস্যু আগে দুইবার সমাধান হয়েছে : ইসহাক দার

একাত্তরের অমীমাংসিত ইস্যু আগে দুইবার সমাধান হয়েছে : ইসহাক দার

বরখাস্ত এসআইকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

বরখাস্ত এসআইকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বাসচাপায় ভ্যানের দুই যাত্রী নিহত, চালক-হেলপার পলাতক

বাসচাপায় ভ্যানের দুই যাত্রী নিহত, চালক-হেলপার পলাতক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App