বিমান বিধ্বস্ত
২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৯:৩২ এএম

মঙ্গলবার সকাল আটটার পরে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক মো. সায়েদুর রহমান ব্রিফ করেন। ছবি : সংগৃহীত
ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এর মধ্যে এখন পর্যন্ত ২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
ডা. সায়েদুর জানান, নিহতদের মধ্যে ২৫ জনই শিশু, যাদের বয়স ১২ বছরের নিচে। দুর্ঘটনায় আহত হয়ে এখনও ৭৮ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
ডা. সায়েদুর রহমান বলেন, দুর্ঘটনায় আহত শিশুদের বেশিরভাগেরই শরীরের বড় অংশ দগ্ধ হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাদের বাঁচিয়ে রাখার।
প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। ঘটনার সময় ভবনটিতে শতাধিক শিক্ষার্থী উপস্থিত থাকায় হতাহতের সংখ্যা ভয়াবহ আকার ধারণ করে।
আরো পড়ুন : বিমান বিধ্বস্তে নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সে করে বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ, সিএমএইচসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, দুর্ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছেন এবং আহতদের তথ্য হালনাগাদ করা হচ্ছে।
এদিকে, বার্ন ইনস্টিটিউটে আহতদের স্বজন ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড়ের কারণে মঙ্গলবার সকাল থেকে সেনাবাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও প্রবেশ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিয়েছে।
দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে শোকবার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ইতোমধ্যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।