×

জাতীয়

উচ্চশিক্ষামন্ত্রী

মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীদের কাজের সুযোগের খবর ভুয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ০১:১০ পিএম

মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীদের কাজের সুযোগের খবর ভুয়া

মালয়েশিয়ার উচ্চ শিক্ষামন্ত্রী দাতুক সেরি ড. জাম্বুরি আবদুল কাদির। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী দাতুক সেরি ড. জাম্ব্রি আবদ কাদির জানিয়েছেন, মালয়েশিয়ায় অধ্যয়নরত ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কাজের সুযোগ দেওয়ার কোনো সিদ্ধান্ত বা চুক্তি হয়নি। তিনি স্পষ্ট করে বলেন, গ্র্যাজুয়েট পাস দেওয়ার দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

শনিবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে ড. জাম্ব্রি জানান, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের সময় এ ধরনের কোনো সমঝোতা হয়নি।

তিনি কেদাহ রাজ্যের শিল্প ও বিনিয়োগ, উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন কমিটির চেয়ারম্যান ড. হাইম হিলমান আব্দুল্লাহকে সতর্ক করে বলেন, যে কোনো বিষয়ে, বিশেষ করে উচ্চশিক্ষা সম্পর্কিত বিষয়ে মন্তব্য করার আগে আরো দায়িত্বশীল হওয়া উচিত।

ড. জাম্ব্রি উল্লেখ করেন, বাংলাদেশের একটি সংবাদপত্রের প্রতিবেদনের ভিত্তিতে হাইম হিলমান অভিযোগ করেছেন তিনি নাকি মালয়েশিয়ায় থাকা ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কাজের সুযোগ দিতে গ্র্যাজুয়েট পাস দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন। এ অভিযোগকে তিনি সম্পূর্ণ ভুল ও অসত্য বলে অভিহিত করেন।

আরো পড়ুন : সম্মেলনে যোগ দিতে কক্সবাজারে প্রধান উপদেষ্টা

তিনি আরো বলেন, এ বিষয়ে মালয়েশিয়া কোনো সম্মতি দেয়নি। বরং এ নিয়ে উদ্বেগ সৃষ্টির দাবি ছিল অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন। একজন অ্যাকাডেমিক পটভূমির মানুষ হিসেবে সত্য, সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে কথা বলা উচিত; অনুমাননির্ভর বা অসতর্ক বক্তব্য প্রচার করা উচিত নয় বলেই মনে করেন তিনি।

ড. জাম্ব্রি জোর দিয়ে বলেন, শিক্ষাগত নীতিমালার জন্য তথ্য হতে হবে সৎ, নির্ভুল ও সত্যভিত্তিক। একইসঙ্গে তিনি হাইম হিলমানকে সতর্ক করে দেন, যেন ভ্রান্ত তথ্য ছড়িয়ে ভুল ধারণা তৈরি না করা হয় এবং মানুষকে বিভ্রান্ত না করা হয়।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভুল তথ্য দিয়ে শুধুমাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার জন্য কনটেন্ট তৈরির সংস্কৃতি অবিলম্বে বন্ধ করতে হবে।

এর আগে হাইম হিলমান তার টিকটক অ্যাকাউন্টে ২ মিনিট ১৯ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছিলেন, মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শোকজের জবাব দেবেন বিএনপি নেতা ফজলুর রহমান

শোকজের জবাব দেবেন বিএনপি নেতা ফজলুর রহমান

৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের ক্ষোভ ও শাস্তি দাবি

মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে অপমান সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের ক্ষোভ ও শাস্তি দাবি

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের জন্য নগদ পুরস্কার ঘোষণা

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের জন্য নগদ পুরস্কার ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App