×

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১০:২৮ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ আজ ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। বুধবার (২৭ আগস্ট) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনারের বৈঠকে কর্মপরিকল্পনা অনুমোদন দেওয়া হয়েছে।

সূত্র জানায়, রোডম্যাপ অনুযায়ী ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে, অর্থাৎ ১৮ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করা হতে পারে। ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ ১২ ফেব্রুয়ারি। পরিকল্পনা অনুযায়ী তফসিল ঘোষণার পর নির্বাচন আয়োজনের জন্য ইসির হাতে থাকবে প্রায় ৫৭ দিন। এবার প্রবাসী ভোটারদের সুবিধার্থে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের মধ্যে অতিরিক্ত ১০ দিন সময় রাখা হয়েছে।

আরো পড়ুন : দেশের মানুষকে দীর্ঘস্থায়ী গণতন্ত্রের পথে নিতে তত্ত্বাবধায়ক সরকারে ফিরতে চাই

এদিকে, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রস্তাবের ওপর দাবি-আপত্তির শুনানি শেষ হয়েছে বুধবার (২৭ আগস্ট)। ইসি জানিয়েছে, চার দিনে ৩৩ জেলার ৮৪টি আসন নিয়ে মোট এক হাজার ৮৯৩টি দাবি-আপত্তির শুনানি হয়। এর মধ্যে এক হাজার ১৮৫টি প্রস্তাবের বিপক্ষে এবং ৭০৮টি পক্ষে জমা পড়ে।

আখতার আহমেদ আরো জানান, নির্বাচনের রোডম্যাপের সব কার্যক্রম ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে টাইপিং চলছে। তিনি বলেন, আমরা যে কর্মপরিকল্পনা করেছি তা শিগগিরই প্রকাশ করা হবে। একটু অপেক্ষা করতে হবে।

রোডম্যাপে নির্বাচনের তফসিল ঘোষণার আগের ও পরবর্তী কার্যক্রম, রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে সংলাপের সময়সূচি, ভোটার তালিকা হালনাগাদ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, নির্বাচনি আইন সংস্কার, আসন পুনর্নির্ধারণ, প্রশিক্ষণ ও প্রস্তুতিমূলক কার্যক্রমের সময়সীমা অন্তর্ভুক্ত থাকবে।

এ ছাড়া, আসনবিন্যাস নিয়ে স্থানীয় পর্যায় থেকে দাবিও উঠেছে। পাবনার পক্ষ থেকে সাঁথিয়া এবং বেড়া-সুজানগরকে পৃথক আসনে ভাগ করার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে, সিরাজগঞ্জের পক্ষ থেকে আগের আসনবিন্যাস পুনর্বহালের দাবি জানানো হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিআরইউতে ‘মঞ্চ ৭১’র অনুষ্ঠানে উত্তেজনা : পুলিশ হেফাজতে লতিফ সিদ্দিকী

ডিআরইউতে ‘মঞ্চ ৭১’র অনুষ্ঠানে উত্তেজনা : পুলিশ হেফাজতে লতিফ সিদ্দিকী

বিশ্বের প্রথম এইডস টিকা তৈরি করছে রাশিয়া

বিশ্বের প্রথম এইডস টিকা তৈরি করছে রাশিয়া

আফগানিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ২৫, আহত ২৭

আফগানিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ২৫, আহত ২৭

বাংলাদেশ ব্যাংকের বার্তায় কমাতে পারে গ্রাহকের সঙ্কা

বাংলাদেশ ব্যাংকের বার্তায় কমাতে পারে গ্রাহকের সঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App