×

জাতীয়

মেডিকেল বোর্ড

হাদির অবস্থা অপরিবর্তিত, আপাতত পর্যবেক্ষণভিত্তিক চিকিৎসা চলছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:১০ পিএম

হাদির অবস্থা অপরিবর্তিত, আপাতত পর্যবেক্ষণভিত্তিক চিকিৎসা চলছে

ওসমান হাদি। ছবি : সংগৃহীত

গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থায় আপাতত কোনো পরিবর্তন নেই বলে জানিয়েছে এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টা পর্যন্ত চলা মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের বৈঠক শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই মুহূর্তে নতুন কোনো অস্ত্রোপচার বা চিকিৎসাগত হস্তক্ষেপ করা হবে না- পর্যবেক্ষণভিত্তিক চিকিৎসাই চলবে।

ওসমান হাদির চিকিৎসায় যুক্ত একাধিক চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্র জানায়, শনিবার সকালে এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড বৈঠক করে। সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে অনুষ্ঠিত এ বৈঠকে রোগীর সামগ্রিক শারীরিক অবস্থা, নিউরোলজিক্যাল ইনজুরি এবং চলমান চিকিৎসা ব্যবস্থাপনা বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।

বৈঠক শেষে মেডিকেল বোর্ড জানায়, রোগীর অবস্থা বর্তমানে ‘স্ট্যাটিক’, অর্থাৎ বড় ধরনের কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হবে এবং এই পর্যায়ে কোনো নতুন সার্জিক্যাল হস্তক্ষেপ করা হবে না।

আরো পড়ুন : হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসার আশ্বাস

চিকিৎসকরা আরো জানান, গুরুতর ব্রেন ইনজুরির কারণে ওসমান হাদির অবস্থা এখনও অত্যন্ত সংবেদনশীল। যেকোনো সময় পরিস্থিতির অবনতি বা পরিবর্তন ঘটতে পারে। সে কারণে তাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে এবং সব ধরনের গুরুত্বপূর্ণ শারীরিক পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওসমান হাদির চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের নেতৃত্বে রয়েছেন এভারকেয়ার হাসপাতালের আইসিইউ ও ক্রিটিক্যাল কেয়ার বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. জাফর ইকবাল। এ ছাড়া বোর্ডে রয়েছেন নিউরোসার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. আলীউজ্জামান জোয়ার্দার, এনেস্থেসিওলজি, পেইন ম্যানেজমেন্ট ও ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. লুৎফুল আজিজ, কার্ডিও থোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারি বিভাগের থোরাসিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. মো. জুলফিকার হায়দারসহ আরো কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক।

এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে আহত হন ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সন্ধ্যার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।

এদিকে গতকাল রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদায়) অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানান, বাম কানের ওপর দিয়ে মাথায় ঢুকে ডান দিক দিয়ে বেরিয়ে যাওয়া গুলিটি হাদির মস্তিষ্কের কাণ্ড বা ব্রেন স্টেম পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে। চিকিৎসাবিজ্ঞানে একে ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ হিসেবে ধরা হয়। তিনি জানান, আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এই সময়ের মধ্যে নতুন কোনো চিকিৎসাগত হস্তক্ষেপ করা হবে না।

তিনি আরো বলেন, হাদি বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন। তাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে এবং চিকিৎসকেরা এখনো আশাবাদী কোনো নিশ্চয়তা দিতে পারছেন না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাদির হামলাকারীরা ভারতে পালিয়েছে, এমন তথ্য নেই পুলিশের কাছে

হাদির হামলাকারীরা ভারতে পালিয়েছে, এমন তথ্য নেই পুলিশের কাছে

হাদিকে হত্যাচেষ্টার সন্দেহভাজনের ব্যাংক হিসাব জব্দ

হাদিকে হত্যাচেষ্টার সন্দেহভাজনের ব্যাংক হিসাব জব্দ

ওসমান হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, অবস্থা এখনও ‘আশঙ্কাজনক’

ওসমান হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, অবস্থা এখনও ‘আশঙ্কাজনক’

৪ কোটি টাকায় মোস্তাফিজকে নিল কোহলির বেঙ্গালুরু

আইপিএল ৪ কোটি টাকায় মোস্তাফিজকে নিল কোহলির বেঙ্গালুরু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App