×

অন্যান্য

এনসিপি নেতা তুষারের শোকজ নোটিশ প্রত্যাহার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০৮:৩৮ এএম

এনসিপি নেতা তুষারের শোকজ নোটিশ প্রত্যাহার

এনসিপি নেতা সারোয়ার তুষার। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে জারি করা কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করা হয়েছে। দলের এক নারী নেত্রীর সঙ্গে তার ফোনালাপ ফাঁসের ঘটনায় এ নোটিশ দেওয়া হয়েছিল।

শনিবার (২৩ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে শোকজ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৭ জুন নৈতিক স্থলনজনিত অভিযোগের প্রেক্ষিতে সারোয়ার তুষারের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। পরে তিনি আহ্বায়ক, সদস্য সচিব, রাজনৈতিক পর্ষদ ও শৃঙ্খলা কমিটির কাছে লিখিত জবাব দাখিল করেন। জবাব বিশ্লেষণ করে বিষয়টিকে ব্যক্তিগত যোগাযোগ হিসেবে বিবেচনা করে নারী সংবেদনশীলতা ও ন্যায়বিচারের স্বার্থে গভীর পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেয় এনসিপি।

আরো পড়ুন : মাহিন সরকারকে বহিষ্কার করলো এনসিপি

চিঠিতে আরো বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া ফোনালাপের প্রেক্ষিতে শোকজ নোটিশের নির্দেশ অনুযায়ী সারোয়ার তুষার দুই মাস সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকেন। এ সময়ে তিনি জুলাই মাসের দেশব্যাপী পদযাত্রা, জাতীয় ঐকমত্য কমিশনে দলের প্রতিনিধিত্ব, মিডিয়ায় দলের অবস্থান উপস্থাপন এবং নরসিংদীতে পদযাত্রাসহ সব সাংগঠনিক কার্যক্রমে অংশ নেননি।

সার্বিক ঘটনা, লিখিত জবাব এবং প্রমাণাদি পর্যালোচনা শেষে তাকে পুনরায় সাংগঠনিক কর্মকাণ্ডে ফেরত আনার সিদ্ধান্ত নেয় এনসিপি। ফলে তার ওপর থেকে কারণ দর্শানোর নোটিশ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একাত্তরের অমীমাংসিত ইস্যু আগে দুইবার সমাধান হয়েছে : ইসহাক দার

একাত্তরের অমীমাংসিত ইস্যু আগে দুইবার সমাধান হয়েছে : ইসহাক দার

বরখাস্ত এসআইকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

বরখাস্ত এসআইকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বাসচাপায় ভ্যানের দুই যাত্রী নিহত, চালক-হেলপার পলাতক

বাসচাপায় ভ্যানের দুই যাত্রী নিহত, চালক-হেলপার পলাতক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App