×

অন্যান্য

৭ দফা দাবিতে দেশজুড়ে ২ দিনের কর্মসূচি ঘোষণা জাগপার

Icon

মারুফ সরকার, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০১:২০ পিএম

৭ দফা দাবিতে দেশজুড়ে ২ দিনের কর্মসূচি ঘোষণা জাগপার

ছবি : ভোরের কাগজ

জাতীয় নির্বাচনের পূর্বে ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোটের আয়োজন’সহ সাত দফা দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

দলের সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান সোমবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর পল্টনে জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী, ১৪ অক্টোবর সকাল ১১টা থেকে যাত্রাবাড়ী মোড় থেকে গাবতলী পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে। একই সময় দেশের সব বিভাগীয় শহরেও মানববন্ধন অনুষ্ঠিত হবে। পরদিন ১৫ অক্টোবর জাগপার সব সাংগঠনিক জেলা শহরে মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

এর আগে দলটি ৭ দফা দাবিতে প্রথম দফায় ৩ দিন এবং দ্বিতীয় দফায় ১২ দিনের কর্মসূচি পালন করেছে। এবার এটি তাদের তৃতীয় দফার আন্দোলন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাশেদ প্রধান বলেন, শুধু সাক্ষরের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন নয়, অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে আনুষ্ঠানিক আদেশ জারি করতে হবে। একই সঙ্গে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের আয়োজন করতে হবে।

তিনি বলেন, যদি জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হয়, তাহলে নির্বাচন মুখ্য হয়ে পড়বে এবং জুলাই সনদের গণভোট গৌণ হয়ে যাবে।

আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধের দাবি করে রাশেদ প্রধান বলেন, আওয়ামী আমলে সংঘটিত জুলুম, নির্যাতন, দুর্নীতি ও বিভিন্ন গণহত্যার বিচার দৃশ্যমান হয়নি। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখী করার পদক্ষেপ দেখতে পাচ্ছি না। আওয়ামী লীগের পাশাপাশি তাদের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রমও নিষিদ্ধ করতে হবে।

তিনি অভিযোগ করেন, আওয়ামী সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পাদিত গোপন ও অসম চুক্তিগুলো প্রকাশ এবং বাতিল করা জরুরি।

জাগপা মুখপাত্র আরো বলেন, নতুন বাংলাদেশ গড়তে জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। একই সঙ্গে ভারতের প্রভাবমুক্ত ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে জাতীয় নির্বাচন দিতে হবে।

আরো পড়ুন : বিগত ৩ নির্বাচনের অনিয়ম-দুর্নীতির তথ্য চেয়েছে তদন্ত কমিশন

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মো. সফিকুল ইসলাম ও মো. হাসমত উল্লাহ, প্রকাশনা সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর সভাপতি শ্যামল চন্দ্র সরকার, ও যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কোহলির আইপিএল ভবিষ্যৎ ঘিরে জল্পনা

কোহলির আইপিএল ভবিষ্যৎ ঘিরে জল্পনা

ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা

ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা

সব জীবিত জিম্মি ফেরত পেয়েছে ইসরায়েল

সব জীবিত জিম্মি ফেরত পেয়েছে ইসরায়েল

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ যেদিন

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ যেদিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App