জাতীয় নির্বাচনের পূর্বেই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জাগপা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৩:০৮ পিএম

ছবি : ভোরের কাগজ
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট আয়োজন করতে হবে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ৭ দফা দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ দাবি জানান।
রাশেদ প্রধান বলেন, অন্তর্বর্তী সরকার আগামী ১৭ অক্টোবর জুলাই সনদ সাক্ষর অনুষ্ঠান আয়োজন করেছে। তবে এর মাধ্যমে কোনো আইনগত ভিত্তি তৈরি হবে না, এটি কেবল একটি আনুষ্ঠানিকতা। বিএনপি শুরুতে গণভোটে রাজি ছিল না, এখন রাজি হলেও তারা নির্বাচনের দিনেই গণভোট চায়, যা বাস্তবসম্মত নয়।
তিনি বলেন, একই দিনে দুটি ভোট গ্রহণ করলে গ্রামাঞ্চলে নির্দিষ্ট সময়ে ভোট শেষ করা কঠিন হয়ে পড়বে। জুলাই সনদকে হেলাফেলা করা যাবে না। অন্তর্বর্তী সরকারকে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে এবং নির্বাচনের আগেই গণভোটের আয়োজন করতে হবে।
আরো পড়ুন : এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ বিকেল ৪টায়
বিএনপির অবস্থান নিয়ে তিনি বলেন, বিএনপির বড় নেতারা এতদিন বলছিলেন তারা পিআর পদ্ধতি বুঝেন না। কিন্তু এখন বলছেন, নির্বাচিত সংসদে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বুঝেন না, তাহলে সিদ্ধান্ত নেবেন কীভাবে? আমরা ছোট দল, ১–২ শতাংশ ভোটের হিসাব করি। আপনারা বড় দল, ৫১ শতাংশ ভোট পেতে ভয় কেন? জনগণ পিআর বুঝে না এই অজুহাত না দেখিয়ে গণভোটে প্রশ্ন রাখুন, বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত দিক।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে জাগপা নেতা বলেন, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের রেখে যাওয়া প্রশাসন এখনও অপরিবর্তিত, যার মধ্যে বিএনপিপন্থী কর্মকর্তাও নিয়োগ পেয়েছেন। এভাবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে না। প্রশাসন পুনর্গঠন করে প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করতে হবে। আগামী জাতীয় নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে এবং ভারতের প্রভাবমুক্ত পরিবেশে।
মানববন্ধনে সংহতি জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ বলেন, ৫ আগস্টের পর রাজপথে আন্দোলন করতে হবে তা বুঝিনি। এখন ৭ দল রাজপথে নেমে এসেছে। আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে করতে হবে।
অনুষ্ঠানে জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ মো. সফিকুল ইসলাম, প্রকাশনা সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।
এছাড়া জাগপার ৭ দফা দাবিকে কেন্দ্র করে দেশের সাতটি বিভাগীয় শহরেও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভাগীয় শহরগুলোতে নেতৃত্ব দেন, চট্টগ্রামে প্রেসিডিয়াম সদস্য এ এম এম আনাছ, রাজশাহীতে মো. শামীম আক্তার পাইলট, সিলেটে সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান আহমদ লিটন, খুলনায় ছাত্র জাগপা সভাপতি আব্দুর রহমান ফারুকী, ময়মনসিংহে যুব জাগপার সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, রংপুরে জেলা সমন্বয়ক মাসুম বিল্লাহ এবং বরিশালে জেলা সহসমন্বয়ক মনিরুজ্জামান মনির।