×

খেলা

অনুশোচনা থেকে অবসরের ঘোষণা ম্যাক্সওয়েলের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০২:০৭ পিএম

অনুশোচনা থেকে অবসরের ঘোষণা ম্যাক্সওয়েলের

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। সোমবার ফাইনাল ওয়ার্ল্ড পডকাস্ট নামে এক অনুষ্ঠানে দীর্ঘ এক আলোচনায় আনুষ্ঠানিকভাবে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ম্যাক্সওয়েল।

২০১২ সালে আফগানিস্তানের বিপক্ষে ওডিআই অভিষেকের পর দীর্ঘ ১২ বছরের ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার হয়ে ১৪৯টি ওডিআই ম্যাচ খেলেছেন ম্যাক্সওয়েল। এই সময়ে ৩ হাজার ৯৯০ রান সংগ্রহ করেছেন ৩৩ দশমিক ৮১ গড় এবং ১২৬ দশমিক ৭০ স্ট্রাইক রেটে।

ব্যাট হাতে আক্রমণাত্মক মানসিকতার জন্য তিনি বরাবরই ছিলেন প্রতিপক্ষের জন্য ভয়ংকর এক অস্ত্র। পাশাপাশি বল হাতেও রেখেছেন অবদান। অফস্পিনে শিকার করেছেন ৭৭টি উইকেট এবং ফিল্ডার হিসেবে নিয়েছেন ৯১টি ক্যাচ।

অবসরের ঘোষণা দিয়ে ম্যাক্সওয়েল জানান, ‘আমার মনে হচ্ছিল দলকে কিছুটা বেকায়দায় ফেলে দিচ্ছিলাম। কন্ডিশনের সঙ্গে শরীর কীভাবে সাড়া দেবে, সেটা দেখার বিষয়। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলির সঙ্গে দারুণ আলাপ-আলোচনা করছিলাম। আমরা ২০২৭ বিশ্বকাপ নিয়ে কথা বলছিলাম, তখন আমি বলি ‘ আমি জানি, সেটা আমার গল্পে নেই। আমার মনে হয় না আমি ওই বিশ্বকাপ পর্যন্ত খেলব। এটা অন্যদের জন্য প্রস্তুতির সময়। তাদের সেই সুযোগ দেওয়া উচিত যেন তারা আমার জায়গাটা নিজের করে নিতে পারে।’

তিনি আরও যোগ করেন, ‘আমি সব সময় বলতাম, যদি মনে করি আমি খেলার যোগ্য, তাহলে জায়গাটা ছাড়ব না। আমি কখনোই এমন খেলোয়াড় হতে চাইনি যে শুধু নিজের জন্য কয়েকটা সিরিজ বেশি খেলব।’

২০১৫ ও ২০২৩ সালের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখেন গ্লেন ম্যাক্সওয়েল। বিশেষ করে ২০২৩ সালের ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ২০১ রানের অবিস্মরণীয় ইনিংসটি। যেখানে তিনি মারাত্মক ক্র্যাম্পের মধ্যেও মাঠ ছাড়েননি যা ক্রিকেট বিশ্বে চিরস্মরণীয় হয়ে থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, নির্বাচন আয়োজনের প্রস্তুতি

মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, নির্বাচন আয়োজনের প্রস্তুতি

৫ আগস্ট থেকে সাদিক কায়েম সমন্বয়ক পরিচয় ব্যবহার করছে : নাহিদ ইসলাম

৫ আগস্ট থেকে সাদিক কায়েম সমন্বয়ক পরিচয় ব্যবহার করছে : নাহিদ ইসলাম

গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত আরো ৪৮, অনাহারে ৮৯ শিশুর মৃত্যু

গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত আরো ৪৮, অনাহারে ৮৯ শিশুর মৃত্যু

শেখ হাসিনার বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্লট বরাদ্দে দুর্নীতি শেখ হাসিনার বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App