×

বিনোদন

১০ লাখ টাকার ‘বাটন ফোন’ ব্যবহার করেন জনপ্রিয় নায়ক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০৯:৩৫ এএম

১০ লাখ টাকার ‘বাটন ফোন’ ব্যবহার করেন জনপ্রিয় নায়ক

মালায়লাম অভিনেতা ফাহাদ ফাসিল। ছবি : সংগৃহীত

অভিনয় দক্ষতা আর সহজ-সরল জীবনযাপনের জন্য বরাবরই আলোচনায় থাকেন দক্ষিণ ভারতের জনপ্রিয় মালায়লাম অভিনেতা ফাহাদ ফাসিল। এবার তিনি শিরোনামে এলেন তার হাতে থাকা একটি পুরনো বাটন ফোনের কারণে, যার দাম শুনে চমকে যাচ্ছেন ভক্তরা।

সম্প্রতি নিজের নতুন সিনেমা মলিউড টাইমস নিয়ে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ফাহাদ। সেখানেই তার হাতে থাকা ফোনের ছবি ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। যেখানে অভিনেতার পোশাক নয়, সবার নজর গেছে হাতে ধরা ফোনটিতে, যা দেখতে একদম সাধারণ কিপ্যাড ফোন। অথচ এই ফোনের বর্তমান বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা!

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ফাহাদের ব্যবহৃত ফোনটি ব্রিটেনের বিলাসবহুল মোবাইল নির্মাতা কোম্পানি ভার্টু-এর তৈরি ‘অ্যাসেন্ট রেট্রো ক্লাসিক’। ২০০৮ সালে বাজারে আনা হয়েছিল ফোনটি, অর্থাৎ এটি এখন ১৭ বছরের পুরনো।

আরো পড়ুন : কত সম্পত্তির মালিক ক্যাটরিনা

কিন্তু দাম চড়া হওয়ার পেছনে রয়েছে এর নির্মাণশৈলী। ফোনটিতে টাইটেনিয়াম ধাতু ব্যবহার করা হয়েছে, যা একে অতি টেকসই করেছে। এছাড়া রয়েছে চামড়ার মোড়ক আর নীল রঙের মূল্যবান পাথর। এই ফোনে ব্লুটুথ, জিপিআরএস, এসএমএস ও এমএমএস সুবিধা থাকলেও স্মার্টফোনের মতো ইন্টারনেট ব্রাউজিং সুবিধা নেই।

এই ফোনের সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হলো বিশেষ এক বোতাম, যার মাধ্যমে পৃথিবীর ১৭০টির বেশি দেশে ২৪ ঘণ্টা ব্যক্তিগত সেবা পাওয়া যায়। টিকিট বুকিং থেকে শুরু করে রেস্তোরাঁয় টেবিল রিজার্ভেশন, এমনকি ঘুরতে যাওয়ার ব্যবস্থাও করে দেয় এই ফোনের এক বোতামের সুবিধা।

ফোনটির ওজন ১৭৩ গ্রাম, পুরুতা ২২ মিলিমিটার এবং বোতামগুলো স্টেইনলেস স্টিলের তৈরি, যা একে আরো মজবুত করেছে।

ফাহাদের সহ-অভিনেতা বিনয় ফর্ট জানিয়েছেন, ফাহাদ কখনোই স্মার্টফোন ব্যবহার করেন না, এমনকি সামাজিকমাধ্যমেও তার কোনো উপস্থিতি নেই। ব্যতিক্রমী সিনেমা বেছে নেওয়ার মতোই তার প্রযুক্তি ব্যবহারেও রয়েছে সরলতা আর ভিন্নতা।

এই মুহূর্তে ফাহাদ ফাসিল অভিনয় করছেন মলিউড টাইমস, মারিসান, ওডুম কুধিরা ছাডুম কুধিরা, কারাতে চন্দ্রন আর প্যাট্রিয়ট-এর মতো একাধিক আলোচিত সিনেমায়। অভিনয়জীবনের পাশাপাশি ‘সাধারণ’ পছন্দ-অপছন্দ আর ব্যতিক্রমী জীবনদর্শনে ফাহাদ যেন বর্তমান গ্ল্যামার দুনিয়ার এক অনন্য মুখ।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমির, বসেই দিলেন বক্তৃতা

মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমির, বসেই দিলেন বক্তৃতা

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় যা বললেন বিএনপি নেতা

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় যা বললেন বিএনপি নেতা

পিআর পদ্ধতি নিয়ে যা বললেন জামায়াতে ইসলামীর নেতারা

পিআর পদ্ধতি নিয়ে যা বললেন জামায়াতে ইসলামীর নেতারা

সমাবেশ শেষের আগেই বাড়ি ফিরতে শুরু করে জামায়াতের অনেক নেতাকর্মী

সমাবেশ শেষের আগেই বাড়ি ফিরতে শুরু করে জামায়াতের অনেক নেতাকর্মী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App