সরকারের বরাদ্দের বিশেষ ট্রেন পছন্দ না হওয়ায় জুলাই যোদ্ধাদের বিক্ষোভ

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৯:১৯ এএম

ছবি : সংগৃহীত
ঢাকায় অনুষ্ঠিতব্য ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র পাঠ’ কর্মসূচিতে যোগ দিতে বরাদ্দ পাওয়া বিশেষ ট্রেনের মান নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহী যাত্রীদের মধ্যে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে রাজশাহী রেলস্টেশনে ট্রেনের বগির অবস্থা ও গতি নিয়ে আপত্তি জানিয়ে প্ল্যাটফর্মে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।
বিক্ষোভকারীরা জানান, সকাল ৭টা ২০ মিনিটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল ওই বিশেষ ট্রেনটির। তবে তারা স্টেশনে এসে দেখতে পান ট্রেনটি পুরনো, যাত্রার জন্য অনুপযুক্ত এবং ঢাকায় সময়মতো পৌঁছানোর সম্ভাবনাও কম। এ কারণে তারা উন্নত মানের ট্রেন ও বগি সরবরাহের দাবি জানিয়ে বিক্ষোভে নামেন।
এ বিষয়ে রাজশাহী রেলস্টেশনের ব্যবস্থাপক শহিদুল ইসলাম বলেন, যাত্রীদের দাবি বিবেচনায় নিয়ে ভালো মানের বগিসহ ট্রেনের ব্যবস্থা করার চেষ্টা চলছে।
আরো পড়ুন : আজ জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ, জানাতে পারেন নির্বাচনের সম্ভাব্য তারিখ
ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে সারাদেশ থেকে ছাত্র-জনতাকে ঢাকায় আনা ও ফিরিয়ে নেওয়ার জন্য রেল বিভাগ ৮ জোড়া বিশেষ ট্রেন বরাদ্দ করেছে। এসব ট্রেন পরিচালনার জন্য মোট ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রায় ৩০ লাখ ৪৬ হাজার টাকা, যা পরিশোধ করবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ থেকে রেলওয়েকে একটি চিঠিতে জানানো হয়েছে, কোন জেলা থেকে কখন ট্রেন ছাড়বে, কখন ঢাকায় পৌঁছাবে এবং কখন ফিরতি যাত্রা শুরু হবে। সেই চিঠি অনুযায়ী রেল কর্তৃপক্ষ একটি সময়সূচি তৈরি করেছে।
সেই সূচি অনুযায়ী, রংপুর থেকে আগত ট্রেনটি যাত্রা শুরু করবে ৪ আগস্ট রাত সাড়ে ১১টায়। চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী থেকে ট্রেন ছাড়বে ৫ আগস্ট ভোরে। ঢাকার আশপাশের এলাকা গাজীপুর, নরসিংদী ও ফরিদপুর থেকে ট্রেন ছাড়বে দুপুরের আগেই।
অনুষ্ঠান শেষে সবচেয়ে দূরের জেলার ট্রেনগুলো আগে যাত্রা শুরু করবে। এরপর পর্যায়ক্রমে কাছাকাছি জেলার ট্রেনগুলো রওনা দেবে।