খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের সব জলকপাট

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১০:৩৭ এএম

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমা ছাড়ায় খুলে দেওয়া হয়েছে বাঁধের সব ১৬টি গেট। ছবি : সংগৃহীত
টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির স্তর বিপজ্জনক সীমায় পৌঁছানোয় রাঙামাটির কাপ্তাই বাঁধের সব গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (৪ আগস্ট) রাতে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট একযোগে খুলে দেওয়া হয়।
কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে, যার ফলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।
জলবিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, মূলত মঙ্গলবার সকাল ৯টায় সব গেট খোলার প্রস্তুতি ছিল। কিন্তু হ্রদের পানির স্তর অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় আগেই সিদ্ধান্ত কার্যকর করা হয়। কাপ্তাই হ্রদের বিপৎসীমা নির্ধারিত রয়েছে ১০৮ ফুট উচ্চতায়। সোমবার রাতে হ্রদের পানির স্তর ছিল ১০৮ দশমিক ৫ ফুট, যা বিপৎসীমা অতিক্রম করেছে।
আরো পড়ুন : মেঘলা থাকবে ঢাকার আকাশ, হালকা বৃষ্টির সম্ভাবনা
কাপ্তাই হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট পর্যন্ত। দ্রুত পানি বৃদ্ধি হ্রদের আশপাশের নিচু এলাকাগুলোর জন্য বিপদের আশঙ্কা তৈরি করেছে।
অন্যদিকে, কর্ণফুলী জলবিদ্যুৎ প্রকল্পের পাঁচটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রয়েছে। এর মাধ্যমে অতিরিক্ত আরও ৩২ হাজার কিউসেক পানি হ্রদ থেকে নদীতে ছেড়ে দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে এবং প্রয়োজন হলে আরো গেট খোলার ব্যাপারে প্রস্তুতি রয়েছে। জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।