×

জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান

দিবস উদযাপনে মঞ্চ প্রস্তুত, সংসদ এলাকা ঘিরে কড়া নিরাপত্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৮:১৬ এএম

দিবস উদযাপনে মঞ্চ প্রস্তুত, সংসদ এলাকা ঘিরে কড়া নিরাপত্তা

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার জন্য মূল মঞ্চ প্রস্তুত। ছবি : সংগৃহীত

৫ আগস্ট (মঙ্গলবার) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। 'জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা'র জন্য মূল মঞ্চ, সাউন্ড এবং লাইটিং সিস্টেমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান ঘিরে পুরো এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

সোমবার রাত থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে। নিরাপত্তায় ব্যবহার করা হচ্ছে উন্নতমানের সিসিটিভি ক্যামেরা, ড্রোন এবং গোয়েন্দা নজরদারি।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান এবং র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার জানান, ইউনিফর্ম ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন রয়েছে।

আরো পড়ুন : ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে: রাষ্ট্রপতি

আয়োজনে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা, বিশেষ ঘোষণাপত্র পাঠ, ড্রোন শো ও ব্যান্ড সংগীত। সকাল ১১টা থেকে শুরু হবে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর পরিবেশনা। বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে থাকবে ড্রোন শো এবং রাত ৮টায় ব্যান্ড সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় ব্যান্ডদলগুলো।

অনুষ্ঠানের সাউন্ড ইঞ্জিনিয়ার শামীম আহমেদ জানিয়েছেন, বৃষ্টির কথা মাথায় রেখে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠানস্থলে জনসমাগমের কারণে জাতীয় সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাজা দখলে অনড় নেতানিয়াহু

গাজা দখলে অনড় নেতানিয়াহু

রাজধানীসহ ৬ অঞ্চলে ঝড়ের আভাস

রাজধানীসহ ৬ অঞ্চলে ঝড়ের আভাস

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের সব জলকপাট

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের সব জলকপাট

মির্জা ফখরুলের নেতৃত্বে ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে যাবেন বিএনপির ৫ নেতা

মির্জা ফখরুলের নেতৃত্বে ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে যাবেন বিএনপির ৫ নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App