
প্রিন্ট: ০৫ মে ২০২৫, ১১:০৪ এএম
আরো পড়ুন
রোনালদোর নেতৃত্বে দল ঘোষণা পর্তুগালের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২২, ০৮:৫৬ পিএম

ফাইল ছবি
রোনালদোকে অধিনায়ক করে কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পর্তুগাল। ঘোষিত দলে জায়গা হয়নি রেনেতা সানচেজের। আর চোটের কারণে ছিটকে গেছেন ডিয়েগো জটা ও পেদ্রো নেতো।
পর্তুগাল দল:
গোলরক্ষক: দিয়েগো কোস্তা, রুই প্যাট্রিসিও ও জোসে সা।
রক্ষণভাগ: জোয়াল ক্যানসেলো, দিয়েগো দালোত, পেপে, রুবেন দিয়াস, দানিলো পেরেইরা, আন্তনি সিলভা, নুনো মেন্ডেস ও রাফায়েল গুরেইরো।
মাঝমাঠ: উইলিয়াম, রুবেন নেভেস, পালহিনহা, ব্রুনো ফের্নান্দেস, ভিতিনহা, ওতাভিও, ম্যাথিউস নুনেস, বের্নারদো সিলভা ও জোয়াও মারিও।
আক্রমণভাগ: ক্রিশ্চিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্স, রাফায়েল লিও, রিকার্ডো হোরতা, আন্দ্রে সিলভা ও গোনকালো রামোস।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

ফাইল ছবি
রোনালদোকে অধিনায়ক করে কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পর্তুগাল। ঘোষিত দলে জায়গা হয়নি রেনেতা সানচেজের। আর চোটের কারণে ছিটকে গেছেন ডিয়েগো জটা ও পেদ্রো নেতো।
পর্তুগাল দল:
গোলরক্ষক: দিয়েগো কোস্তা, রুই প্যাট্রিসিও ও জোসে সা।
রক্ষণভাগ: জোয়াল ক্যানসেলো, দিয়েগো দালোত, পেপে, রুবেন দিয়াস, দানিলো পেরেইরা, আন্তনি সিলভা, নুনো মেন্ডেস ও রাফায়েল গুরেইরো।
মাঝমাঠ: উইলিয়াম, রুবেন নেভেস, পালহিনহা, ব্রুনো ফের্নান্দেস, ভিতিনহা, ওতাভিও, ম্যাথিউস নুনেস, বের্নারদো সিলভা ও জোয়াও মারিও।
আক্রমণভাগ: ক্রিশ্চিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্স, রাফায়েল লিও, রিকার্ডো হোরতা, আন্দ্রে সিলভা ও গোনকালো রামোস।