×

রোগব্যাধি

ডেঙ্গু পরিস্থিতি

লাখ ছুঁইছুঁই ভর্তি রোগী, মৃত্যু চারশর কাছাকাছি

Icon

সেবিকা দেবনাথ

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:৩০ পিএম

লাখ ছুঁইছুঁই ভর্তি রোগী, মৃত্যু চারশর কাছাকাছি

ছবি : সংগৃহীত

উঠা-নামার মধ্য দিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় লাখের ঘর ছুঁইছুঁই। তবে স্বাস্থ্য অধিদপ্তরের এই তথ্যে উঠে আসছে না ডেঙ্গু পরিস্থিতির প্রকৃত চিত্র। যারা হাসপাতালে ভর্তি হচ্ছে শুধু তাদের তথ্যই উঠে আসছে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর প্রকৃত সংখ্যা অন্তত ৪ গুণ বেশি হবে। এদিকে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যাও পৌঁছে গেছে ৪শর কাছাকাছি। 

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. মুশতাক হোসেন বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে ডেঙ্গুরোগীর প্রকৃত চিত্র উঠে আসছে না। যারা হাসপাতালে ভর্তি হচ্ছে শুধু তাদের তথ্যই উঠে আসছে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে। ঢাকার এবং ঢাকার বাইরের যে হাসপাতালগুলো থেকে স্বাস্থ্য অধিদপ্তর তথ্য নিচ্ছে এর বাইরেও সারা দেশে অনেক হাসপাতাল ক্লিনিক আছে। সেখানেও ডেঙ্গুরোগী ভর্তি হচ্ছে। সুতরাং নির্ধারিত কয়েকটি হাসপাতালের তথ্য দিয়ে প্রকৃত সংখ্যা জানা সম্ভব নয়। প্রতিবেদনে যা আসছে ডেঙ্গু আক্রান্ত রোগীর প্রকৃত সংখ্যা অন্তত ৪ গুণ বেশি হবে।

ডেঙ্গুর এ ঊর্ধ্বমুখী পরিস্থিতির আগাম পূর্বাভাস আগে থেকেই দিয়ে আসছিলেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদপ্তরের জরিপেও এমন আভাস দেয়া হয়েছিল। কিন্তু প্রতিবারের মতো এবারো সে কথায় কর্ণপাত করেনি সংশ্লিষ্ট বিভাগ ও কর্তৃপক্ষ। দায়সারা গোছের কার্যক্রম প্রচার-প্রচারণা ও সতর্ক করার মধ্যেই সীমাবদ্ধ ছিল।

আরো পড়ুন : ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০

মাস ভিক্তিক বিশ্লেষণে দেখা যায়, নভেম্বরের তুলনায় ডিসেম্বর মাসে ডেঙ্গুর গ্রাফ অনেকটাই নিম্নমুখী। তবে বিশেষজ্ঞরা বলছেন, এ পরিস্থিতি খুবই সাময়িক। চলতি ডিসেম্বর জুড়েই ডেঙ্গুর পরিস্থিতি অবনতির দিকে যেতে পারে। জানুয়ারি বা ডিসেম্বরের শেষ দিক থেকে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও মশাবাহিত রোগবিষয়ক গবেষক কীটতত্ত্ববিদ কবিরুল বাশার বলেন, আমরা বারবার সচেতন করেছি, আগস্ট থেকে ডেঙ্গু ব্যাপক আকার ধারণ করবে। কিন্তু আমাদের কথা কেউ কানেই তুলেনি। ডিসেম্বরেও ডেঙ্গু পরিস্থিতি খারাপ থাকবে। আগামী বছরের জানুয়ারির শেষে কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে। এদিকে পরিস্থিতি খারাপ থাকার পরও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারিভাবে তেমন কোনো উদ্যোগ আগে যেমন দেখা যায়নি, এখনো নেই। 

সংশ্লিষ্টরা বলছেন, একদিকে ডেঙ্গুর পিক সিজন; অন্যদিকে করপোরেশনগুলো নির্বিকার, বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজটিও বন্ধ রাখা হয়েছে। যা সত্যিই দুঃখজনক। এডিস মশা নিয়ন্ত্রণের দায়িত্ব যাদের হাতে তারা দায়িত্ব পালনের বিষয় নিয়ে প্রচারণায় ব্যস্ত। আবার অনেকে দায়িত্ব পালন করছেন না, প্রচারণাও নেই। 

এদিকে গত ২ দিন ধরে ডেঙ্গুতে মৃত্যু শূন্য রয়েছে। গত ২৪ ঘণ্টার ব্যবধানে বেড়েছে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক ডেঙ্গু পরিস্থিতির সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারোর মৃত্যু হয়নি। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮৬ জন। এদিকে শুক্রবারও ডেঙ্গুতে কারোর মৃত্যু হয়নি। ভর্তি রোগী ছিল ২০০ জন। বৃহস্পতিবার ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে। ভর্তি রোগী ছিল ৫৬৫ জন। বুধবার ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়। ভর্তি রোগী ছিল ৪৯০ জন। মঙ্গলবার ও সোমবার ডেঙ্গুতে ২ জন করে মৃত্যু হয়েছিল। মঙ্গলবার রোগী ছিল ৫৬৫ জন ও সোমবার ৬১০ জন। রবিবার ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে। ভর্তি রোগী ছিল ৬৩৬ জন। চলতি বছরের সর্বোচ্চ সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল ৯ নভেম্বর। ওই দিন রোগী ছিল ১ হাজার ১৯৫ জন। 

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৮৬ জন ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ৫০ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাইরে) ৭৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১১০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬৬ জন, খুলনা বিভাগে ৩৬ জন, ময়মনসিংহ বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন আর রংপুর বিভাগে ৫ জন। গত ২৪ ঘণ্টায় অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে সিলেট বিভাগের ডেঙ্গুরোগীর কোনো তথ্য ছিল না। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫৮১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। 

এ বছরের জানুয়ারি থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৭ হাজার ৩১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৯৪ জনের। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। ওই এলাকায় ডেঙ্গুতে ১৮১ জনের মৃত্যু হয়েছে। ছাড়পত্র পেয়েছেন ৯৬ হাজার ২০৫ জন। ডিসেম্বর মাসের ৬ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৯১৬ জন। ১২ জনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল ফোন সমাজের ব্যাধি হয়ে দাঁড়িয়েছে : টুকু

ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল ২০২৫ উদ্বোধন মোবাইল ফোন সমাজের ব্যাধি হয়ে দাঁড়িয়েছে : টুকু

ব্যাংকে বিত্তশালীদের হিসাব ১ লাখ ২৮ হাজার

ব্যাংকে বিত্তশালীদের হিসাব ১ লাখ ২৮ হাজার

বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা রিভিউ করা হবে

আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা রিভিউ করা হবে

অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহারে অঙ্গীকার দাবি, ৫২ ‍সুপারিশ টিআইবির

অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহারে অঙ্গীকার দাবি, ৫২ ‍সুপারিশ টিআইবির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App