×

সরকার

গোপালগঞ্জে নিহতদের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের ইঙ্গিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০৩:২১ পিএম

গোপালগঞ্জে নিহতদের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের ইঙ্গিত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মী ও আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষে নিহতদের মরদেহের ময়নাতদন্ত না হওয়া নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে প্রয়োজন হলে কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৯ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রয়োজনে নিহতদের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে। ইতোমধ্যে এ বিষয়ে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরো পড়ুন : গোপালগঞ্জে তিন মামলায় আসামি ২,৬০০, গ্রেপ্তার ১৬৭

গোপালগঞ্জের সংঘর্ষের সময়ে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেক সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে লাইভ করেছেন, এজন্য আমি তাদের ধন্যবাদ জানাই। সেই লাইভের মাধ্যমেই দেশবাসী সবকিছু দেখতে পেরেছে। তদন্ত কমিটি এসব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করছে এবং প্রকৃত দায় কার, সেটি স্পষ্ট করবে।

এ সময় থার্ড টার্মিনাল পরিদর্শন নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, ইমিগ্রেশনে কী পরিমাণ জনবল প্রয়োজন, বিদেশ থেকে আসা-যাওয়া করা যাত্রীদের কী কী সমস্যায় পড়তে হয়—এসব সরেজমিনে দেখতে আমি বিমানবন্দর ঘুরে দেখেছি।

তিনি বলেন, থার্ড টার্মিনালটি খুবই সুন্দরভাবে নির্মিত হয়েছে। এটি চালু হলে বিদেশগামী ও আগত যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে দূর হবে। অপারেশনাল সক্ষমতা অনেক ভালোভাবে সাজানো হয়েছে।

কবে নাগাদ থার্ড টার্মিনাল চালু হবে- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নয়। সংশ্লিষ্ট দপ্তর যখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তখনই উদ্বোধন হবে। আমাকে জানানো হয়েছে, থার্ড টার্মিনালের ৯৯.১৮ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে কয়েকজন নিহত হন। তাদের মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফন করায় নতুন করে প্রশ্নের সৃষ্টি হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

কার্যকর বাজার তদারকির মাধ্যমে ভোক্তা ও ব্যবসায়ের স্বার্থ সুরক্ষার আহ্বান

কার্যকর বাজার তদারকির মাধ্যমে ভোক্তা ও ব্যবসায়ের স্বার্থ সুরক্ষার আহ্বান

নাসীরুদ্দীনের ‘আপত্তিকর’ বক্তব্য: বিএনপির বিক্ষোভের মুখে এনসিপির সভা পণ্ড

নাসীরুদ্দীনের ‘আপত্তিকর’ বক্তব্য: বিএনপির বিক্ষোভের মুখে এনসিপির সভা পণ্ড

‘আমি একজন গ্রামের ছেলে’ পরিচয়েই গর্বিত

‘আমি একজন গ্রামের ছেলে’ পরিচয়েই গর্বিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App