×

জাতীয়

জাতীয় নির্বাচনে ভোটগ্রহণের সময় বাড়াল ইসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২২ পিএম

জাতীয় নির্বাচনে ভোটগ্রহণের সময় বাড়াল ইসি

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সূচি অনুযায়ী, ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায় এবং চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

রোববার (৭ ডিসেম্বর) তফসিল ও গণভোটসহ বিভিন্ন বিষয় পর্যালোচনার পর এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, পূর্ববর্তী জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতো সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এবার ভোটারদের সুবিধায় সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে।

সানাউল্লাহ জানান, চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সে জন্য সোমবার বিটিভিকে তফসিল রেকর্ডিংয়ের বিষয়ে চিঠি পাঠানো হবে। তফসিল ঘোষণার দিন সন্ধ্যায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভাও অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন : নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে বৈঠকে ইসি

তিনি জানান, তফসিল ঘোষণার পর থেকেই আচরণবিধি পর্যবেক্ষণে প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো হবে। পাশাপাশি ভোটের আগের রাতেই ব্যালট পেপার ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ইসি জানায়, নির্বাচনী দায়িত্বে সরকারি, আধা-সরকারি ও সরকারি ব্যাংকের কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হবে। তবে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটের দিন সাধারণ ছুটি থাকবে, যদিও ইসির প্রয়োজন অনুযায়ী ব্যাংক ও পোস্ট অফিস খোলা রাখা হবে।

সানাউল্লাহ বলেন, তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে সব নির্বাচনী পোস্টার সরাতে হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রবাসী ভোটারদের জন্য ব্যালট ছাপানো সোমবার থেকেই শুরু হয়েছে বলেও তিনি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের প্রথম কার্বন নিউট্রাল সাসটেইনেবিলিটি কনফারেন্স আয়োজন

দেশের প্রথম কার্বন নিউট্রাল সাসটেইনেবিলিটি কনফারেন্স আয়োজন

এনইআইআর সংস্কারে রাজি বিটিআরসি, ৯ ডিসেম্বর পর্যন্ত অবরোধ স্থগিত

এনইআইআর সংস্কারে রাজি বিটিআরসি, ৯ ডিসেম্বর পর্যন্ত অবরোধ স্থগিত

মোবাইল ফোন সমাজের ব্যাধি হয়ে দাঁড়িয়েছে : টুকু

ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল ২০২৫ উদ্বোধন মোবাইল ফোন সমাজের ব্যাধি হয়ে দাঁড়িয়েছে : টুকু

ব্যাংকে বিত্তশালীদের হিসাব ১ লাখ ২৮ হাজার

ব্যাংকে বিত্তশালীদের হিসাব ১ লাখ ২৮ হাজার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App