×

খেলা

জকোভিচকে হারিয়ে সিনারের শিরোপা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জকোভিচকে হারিয়ে সিনারের শিরোপা

ছবি: সংগৃহীত

   

সাংহাই মাস্টার্সের ফাইনালে সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছেন পুরুষ এককের এক নম্বর বাছাই জ্যানিক সিনার। গতকাল তিন সেটের ফাইনালে রেকর্ড ২৪টি গø্যান্ডস্লামের মালিক জোকোভিচকে সরাসরি ৭-৬(৭-৪), ৬-৪ সেটে হারিয়ে দেন সিনার। এদিকে উহান ওপেনের ফাইনালে গতকাল অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালের পুনরাবৃত্তি ঘটিয়ে কুইনওয়েন ঝেংকে পরাজিত করে শিরোপা জিতে নিয়েছেন আরিনা সাবালেঙ্কাও।

সাংহাইয়ে ফাইনালে সরাসরি সেটে জিতলেও গতকাল জিততে বেশ বেগ পেতে হয়েছে সিনারকে। রেকর্ড গø্যান্ডসøামের মালিক জোকোভিচ ক্যারিয়ারের সায়াহ্নে এসেও তরুণ সিনারের সঙ্গে সমানে প্রতিদ্ব›িদ্বতা করেন। প্রথম সেটটি গড়ায় টাইব্রেকারে। সেখানে থেকে ৭-৪ ব্যবধানে জিতে নেন সিনার। এ বছর ইউএস ওপেনের শিরোপাও জিতেছিলেন তিনি। ফাইনালে ওঠার পথে তিনি হারিয়েছেন ত্রিশ নম্বর বাছাই মাচাককে। সেমিতে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ পেলেও এর আগে অবশ্য কোয়ার্টারে ও শেষ ষোলোতে বড় প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিলেন তিনি। কোয়ার্টারে তিনি হারান পাঁচ নম্বর বাছাই দানি মেদভেদেভকে। তার আগে সরাসরি সেটে পরাস্ত করেন বেন শেল্টনকে। চীন ওপেনের ফাইনালে কার্লোস আলকারাজের বিপক্ষে হেরে গেলেও সাংহাইয়ে শিরোপা জিতে চীন থেকে খালি হাতে ফিরতে হচ্ছে না সিনারকে।

এদিকে উহান ওপেনের ফাইনালে স্বাগতিক কুইনওয়েন ঝেংকে ৬-৩, ৭-৫, ৬-৩ সেটে হারিয়ে শিরোপা জিতেছেন বেলারুশের তারকা আরিনা সাবালেঙ্কা। এ নিয়ে এক বছরে নিজের পঞ্চম শিরোপা জিতেছেন তিনি। এর আগে সেমিফাইনালে গাউফের বিপক্ষে প্রথম সেটে ৬-১ ব্যবধানে হেরে গেলেও পরের দুই সেটে ৬-৪, ৬-৪ ব্যবধানে জিতে নিয়ে ফাইনালে উঠে যান তিনি। এর আগে কোয়ার্টার ফাইনালে মাগডালেনা ফ্রেজকে সরাসরি ৬-২, ৬-৩ সেটে হারান তিনি। শেষ ষোলোর লড়াইয়ে অবশ্য জিততে বেগ পেতে হয়েছিল সাবাকে। পুতিনসেভার বিপক্ষে প্রথম সেটে ৬-১ ব্যবধানে হারার পর দ্বিতীয় সেটেও শুরুতে পিছিয়ে পড়েছিলেন তিনি। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ৬-৪ ও ৬-০ সেটে জিতে নেন। এর আগে সিনিয়াকোভাকে অবশ্য সরাসরি সেটেই হারিয়েছিলেন সাবালেঙ্কা।

গত বছর ইউএস ওপেনের ফাইনালে হারের পর যেন নিজেকে বদলে ফেলেছেন ২৬ বছর বয়সি এই তারকা। বছর শুরু করেন অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতে। হার্ড কোর্টে ইউএস ওপেনের শিরোপাও জিতে নেন তিনি। একই বছর দুটি হার্ড কোর্টের শিরোপা জেতা, গø্যান্ডস্লাম শিরোপা দিয়ে বছর শুরু করে শিরোপা দিয়েই শেষ করেছেন সাবা। এরপর হার্ড কোর্টেই জিতে নিয়েছেন উহান ওপেনের শিরোপা। অস্ট্রেলিয়ান ওপেনে ঝেংকে ফাইনালে হারিয়ে বছরের প্রথম গø্যান্ডস্লাম জিতে নেন। এরপর জিতেন দুবাই ইন্টারন্যাশনাল টেনিস চ্যাম্পিয়নশিপ। এরপর জেসিকা পেগুলাকে হারিয়ে জেতেন সিনসিনাটি ওপেনের শিরোপা।

কদিন পরেই আরো বড় মঞ্চে পেগুলাকে হারানোর সুযোগ পান। ৭-৫, ৭-৫ সেটে হারিয়ে ইউএস ওপেনের শিরোপা জিতে পুনরাবৃত্তি করেন বেলারুশের এই তারকা, সিনসিনাটি ওপেনের পুনরাবৃত্তি ঘটিয়ে আবারো রানারআপ পেগুলা। সব মিলিয়ে দুর্দান্ত এক বছর কাটিয়েছেন সাবালেঙ্কা। গত বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর ইউএস ওপেন জিতে বছর শেষ করার সুযোগ হাতছাড়া হয়েছিল, তবে এবার তা হতে দেননি দুই নম্বর বাছাই এই তারকা। এক বছরে পাঁচটি শিরোপা জয়ের পরও অবশ্য এটিপি র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরেই রয়েছেন সাবালেঙ্কা। এক নম্বরে থাকা ইগা সোয়াটেক অবশ্য অনেকটা এগিয়ে। তিনে থাকা কোকো গাউফ হেরে গিয়েও ধরে রেখেছেন নিজের স্থান। এদিকে ডেভিস কাপ দিয়ে টেনিস থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App